মেগা প্রকল্পের অর্থে আ'লীগ নেতাকর্মীদের উন্নতি হচ্ছে :নোমান

আবদুল্লাহ আল নোমান। (ফাইল ছবি)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২২ | ১২:০০
মেগা প্রকল্পের অর্থে আওয়ামী লীগের নেতাকর্মীদের উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, মেগা প্রকল্পে সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে না। তারা শুধু হয়রানির শিকার হচ্ছে; তাদের অর্থ লুট করা হচ্ছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমান ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের 'বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।
নোমান বলেন, মেগা প্রকল্পের অর্থ লুট করে দেশকে ধবংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত ১৯টি প্রকল্পের হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। এই উন্নয়ন আসলে উন্নয়ন নয়। যে উন্নয়নের কথা সরকার বলছে, সেটা আমাদের জন্য দুর্গতি। একটা শ্রেণি বা গোষ্ঠীর উন্নয়ন হচ্ছে; সাধারণ মানুষের নয়।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম আলমের সভাপতিত্বে সভায় বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের মহানগর নেতা এসএম জিলানী, ফখরুল ইসলাম রবিন, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
নোমান বলেন, মেগা প্রকল্পের অর্থ লুট করে দেশকে ধবংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত ১৯টি প্রকল্পের হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। এই উন্নয়ন আসলে উন্নয়ন নয়। যে উন্নয়নের কথা সরকার বলছে, সেটা আমাদের জন্য দুর্গতি। একটা শ্রেণি বা গোষ্ঠীর উন্নয়ন হচ্ছে; সাধারণ মানুষের নয়।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম আলমের সভাপতিত্বে সভায় বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের মহানগর নেতা এসএম জিলানী, ফখরুল ইসলাম রবিন, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
- বিষয় :
- আবদুল্লাহ আল নোমান
- বিএনপি
- মেগা প্রকল্প