প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২ | ০৪:৩৭ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ | ০৮:০২
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে কার্যালয়ে সামনে ট্রাকের উপরে অস্থায়ী মঞ্চে র্যালি পূর্ব সমাবেশে বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এরপর শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে 'বিএনপির ৪৪তম প্রতিবার্ষিকী উপলক্ষে' এ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে দুপুর ১টা থেকে র্যালিতে যোগ দিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেত হতে শুরু করে বিএনপি নেতাকর্মীরা। র্যালিতে বিএনপিরসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরাদের ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নিতে দেখা যায়।
র্যালিতে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাই, সরকার বিরোধী বিভিন্ন স্লোগান, খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ জিয়ার ছবি সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে অংশ নিয়েছেন। এছাড়া আজকের এই দিনে জিয়া তোমার মনে পড়ে, লাল সবুজের পতাকায় জিয়া তোমার দেখা যায়, জ্বালো জ্বালো আগুন জ্বলো, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, গুম করে আন্দোলন বন্ধ করে যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না-সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা।
এদিকে হাতি, ঘোড়ার গাড়ি, ঢোল, সাউন্ড বক্স, ছোট ছোট ট্রাক নিয়ে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে যোগ দিয়েছেন। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাল ও সবুজ টুপি পড়ে নেতাকর্মীদের র্যালিতে অংশগ্রহণ করতে দেখা গেছে। এই র্যালিকে ঘিরে দলটির কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার বলায় গড়ে তুলতে দেখা গেছে।
শোভাযাত্রা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহবায়ক আবদুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শামা ওবায়েদ, প্রচার সস্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত আছেন।