সামনে আরও কঠিন সময় আসবে: সেলিমা রহমান

নয়াপল্টনের ভাসানী ভবনে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ছবি: সংগৃহীত।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ১৩:৪০ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ১৩:৪০
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সামনে আরও কঠিন সময় আসবে; সেই কঠিন সময়ে সবাইকে শক্ত থাকতে হবে। ভয়-ভীতিসহ বিভিন্ন চাপ আসবে। এই চাপ উপেক্ষা করে শক্তভাবে থাকতে হবে। বিএনপির পিছনে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।
বিএনপিকে কর্মসূচি পালনে সরকার বাধা দিচ্ছে অভিযোগ করে সেলিমা রহমান বলেন, বিএনপিকে এতোটাই ভয় পাচ্ছে যে কর্মসূচি পালন করতে দিচ্ছে না। সভা-সমাবেশের মতো প্রত্যেক কর্মসূচিতে মামলা-হামলা করা হচ্ছে। অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। কয়েক মাসে প্রায় ১০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরপরও বিএনপির নেতাকর্মীরা পিছু হটে নাই। গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে তারা রাজপথে রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ সময় ঢাকা জেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন।
- বিষয় :
- বিএনপি
- সেলিমা রহমান