ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইইউভুক্ত ৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

ইইউভুক্ত ৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ০৫:০৫ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ০৫:৪১

ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানস্থ বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি নেতারা।

আজ রোববার সকাল ১০টায় এ বৈঠক শুরু হয় বলে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে।

ওই সূত্র জানায়, ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানস্থ বাসভবনে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।

বৈঠকে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত রয়েছেন বলে জানিয়েছে ওই সূত্র।


আরও পড়ুন

×