ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নয়াপল্টনে চলছে শ্রমিক দলের সমাবেশ

নয়াপল্টনে চলছে শ্রমিক দলের সমাবেশ

নয়াপল্টনে শ্রমিক দলের নেতাকর্মীরা। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৩ | ১০:১৫ | আপডেট: ০১ মে ২০২৩ | ১০:১৮

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে জড়ো হয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার বেলা আড়াইটায় সমাবেশ শুরু হয় এও সমাবেশ। এতে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় নেতাকর্মীরা। ট্রাকের উপর বানানো হয়েছে অস্থায়ী মঞ্চ। এদিকে দুপুরে খণ্ড খণ্ড মিছিল করতে দেখা গেছে নেতাকর্মীদের। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পল্টন এলাকা। সমাবেশ কেন্দ্র করে সব ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত আছেন। সমাবেশের পর র‍্যালী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×