ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ড. কামালের নেতৃত্বে খালেদাকে দেখতে যাবেন নেতারা

ড. কামালের নেতৃত্বে খালেদাকে দেখতে যাবেন নেতারা

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০৫:৩২ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ | ০৭:৩৪

ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে তার সঙ্গে দেখা করতে চান।

রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে কারাবন্দি খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে আলোচনা হয়। পরে তার সাক্ষাৎ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির জহির উদ্দিন স্বপন, ইকবাল হাসান মাহমুদ টুকু, জেএসডির তানিয়া রব, আবদুল মালেক রতন, শহিদউদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, মোশতাক হোসেন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য সংস্থার জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

×