আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ নেই: দুদু

আলোচনা সভায় বক্তব্য দেন শামসুজ্জামান দুদু - ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৩ | ১৩:২৮ | আপডেট: ০৯ জুন ২০২৩ | ১৩:৩৫
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ নেই। শেখ হাসিনাকে জনগণ আর বিশ্বাস করে না। তারা ২০১৪ সালে, ২০১৮ সালেও ওয়াদা ভঙ্গ করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে। এবার ২০২৩ সালেই বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, এ সরকার বলেছিল ১০ টাকা দরে চাল খাওয়াবে। ঘরে ঘরে চাকরি দেবে, কৃষকদের বিনামূল্যে সার দেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, জনগণ আজ ৮০ টাকা দরে চাল কেনে। প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়ছে। ইচ্ছামতো তারা চার্জ কাটছে, কিছুই বলা যাচ্ছে না। গ্রামের অনেক জায়গায় ১৬ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। তাহলে এ ব্যর্থ সরকারের থাকার দরকার কী? শুধু নির্বাচনের জন্য নয়, তাদের ব্যর্থতার জন্যও এ সরকারের থাকার যৌক্তিকতা নেই।
তিনি বলেন, সরকারের দুঃশাসনে মানুষ এখন অতিষ্ঠ। মধ্যবিত্তদের জন্য শ্বাসরুদ্ধকর একটি পরিস্থিতি। লুটপাট, সীমাহীন দুর্নীতি, কালোবাজারি এখন নিয়মিত ঘটনা। এমন কোনো জিনিস নেই যেটা সাধারণ মানুষের আয়ত্তে আছে। তাই এবারের আন্দোলন হবে চোর তাড়ানোর আন্দোলন, জঞ্জাল মুক্ত করার আন্দোলন, গণতন্ত্র হত্যাকারীদের তাড়ানোর আন্দোলন।
জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য পিয়ারা মোস্তফা, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এজিএম সামছুল হক, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন প্রমুখ।
/এসআর/
- বিষয় :
- শামসুজ্জামান দুদু
- বিএনপি
- বিএনপির আন্দোলন