ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ

মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৬:৩৩ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ১৬:৩৩

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, কামরুজ্জামানসহ কারাফটকে অপেক্ষমান নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে গত ২৯ জুলাই বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে ধোলাইখাল এলাকা থেকে আব্দুস সালাম আজাদকে আটক করা হয়।

এ সময় পুলিশের লাঠিপেটায় আহত হন আব্দুস সালাম আজাদ। পরে জামিন পেলেও অন্য মামলায় তাকে কারাফটকে ফের গ্রেপ্তার দেখায় পুলিশ। আজ তিনি জামিনে মুক্তি পেলেন।

আরও পড়ুন

×