সাঈদীর মৃত্যুতে পোস্ট
ছাত্রলীগের আরও ২৮ নেতাকর্মী বহিষ্কার

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ | ২০:৫০ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ | ২০:৫০
মানবতাবিরোধী অপরাধে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় তিন জেলায় ছাত্রলীগের আরও ২৮ নেতাকর্মী বহিষ্কার হয়েছেন। এর আগে সারাদেশে দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২১ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার নেতাকর্মী হলেন, সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের শেখ জাকারিয়া রনি আকন্দ, আব্দুল্লাহ আল হাসান তপু, সায়েম হোসেন রেজা, সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ রিমন, আশরাফুল ইসলাম কুদ্দুস, ইয়াছিন আরাফাত রোকনী, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের খায়রুল কবির খান, শাহজাদপুর উপজেলার নাহিদ হাসান, শাহজাদপুর পৌর ছাত্রলীগের বাঁধন ইসলাম, উপজেলার রূপবাটি ইউনিয়নের খালিদ হাসান।
আরও রয়েছেন, তাড়াশ উপজেলার আরিফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম মানিক, সাব্বির রহমান রুম্মান, সদস্য আসলাম হোসেন, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতি ইউনিয়নের এস এম ফয়সাল আহমেদ, আতিকুর রহমান, দুর্গানগর ইউনিয়নের রনি আহমেদ, সলঙ্গা থানার আলামিন, রাসেল আহসান রাসু, নাইমুল ইসলাম নয়ন এবং নলকা ইউনিয়নের আব্দুর রহমান।
পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগের চার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন– উপজেলার সাহাপুর ইউনিয়নের রুবেল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের জয় মালিথা, ঈশ্বরদী পৌরসভার মেহেদী হাসান ও উপজেলার কর্মী মাহমুদুল হাসান শোয়েব।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন– উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মেহেদী হাসান, সেনগাঁও ইউনিয়ন শাখার ইউসুফ আলী এবং পৌর শাখার জসিমউদ্দিন।
- বিষয় :
- জামায়াত
- ফেসবুক পোস্ট
- ছাত্রলীগ
- বহিষ্কার
- সাঈদী