নয়াপল্টনে বিএনপির র্যালি শুরু

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১০:১৫ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৪১
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি করছে দলটি। আজ শুক্রবার বিকেল চারটার পাঁচ মিনিটে র্যালি শুরু হয়। কাকরাইল, ইত্তেফাক মোড় হয়ে এই র্যালি রাজধানী সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হবে।
১৯৭৮ সালের এই দিনে প্রয়াত জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ছয়টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
এছাড়া বিএনপির সিনিয়র নেতারা সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়া করেন।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। দলীয় পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। সারাদেশে সব ইউনিট আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।