এই সরকারের অধীনেই নির্বাচন হবে: ওয়ার্কার্স পার্টি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৪৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৪৭
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্র রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। নেতারা বলেছেন, বেশ কিছুদিন ধরে নানা গুজব, প্রোপাগান্ডা ও মার্কিন জুজুর ভয় দেখানো হচ্ছে। মনে রাখতে হবে, যে জাতি একাত্তরে সপ্তম নৌবহরকে ভয় পায়নি, সেই বীরযোদ্ধা জাতিকে ভিসানীতিসহ কোনো ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুলের সামনে ওয়ার্কার্স পার্টি মতিঝিল থানা কমিটি আয়োজিত সমাবেশে নেতারা এসব কথা বলেন। ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য মুর্শিদা আখতার নাহারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন, মহানগর দক্ষিণের আহ্বায়ক কিশোর রায়, মহানগর নেতা কাজী আনোয়ারুল ইসলাম টিপু, শিউলী সিকদার, তাপস দাস, অতুলন দাস আলো, মামুন মোল্লা, মমতাজ বেগম, নজরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম শাহীন, ইমরান নুর নিরব প্রমুখ।
নেতারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনজীবনের নিত্যদিনের সংকট সমাধান করে আগামী নির্বাচনের পথ সুগম করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে প্রচার মিছিল নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং ঢাকা মহানগরবাসীর জীবন-জীবিকার সংকট মোচনের লক্ষ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।