পুলিশি বাধায় পণ্ড বাম জোটের ইসি ঘেরাও কর্মসূচি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ২৩:১৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ২৩:১৮
পুলিশের বাধার মুখে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করতে পারেনি বাম গণতান্ত্রিক জোট। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে মিছিল নিয়ে বিক্ষোভের উদ্দেশে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে যেতে চাইলে পুলিশ জোটের নেতাকর্মীকে আটকে দেয়।
‘সরকারের আজ্ঞাবহ’ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে জোট এ কর্মসূচি ঘোষণা করে। সকাল সাড়ে ১১টায় আগারগাঁওয়ের আইডিবি ভবন সংলগ্ন সড়কে বিক্ষোভ-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ। পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল।
নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। সরকার নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশনকে দিয়ে প্রহসনের নির্বাচন সংগঠিত করার চেষ্টা করছে। জনমত উপেক্ষা করে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার পরিণতি ভালো হবে না।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন কমিশন অভিমুখে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা রাস্তায় বসে পড়ে অবস্থান নেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।