ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অসংখ্য আজিজ বেনজীর তৈরি করেছে সরকার: মির্জা ফখরুল

অসংখ্য আজিজ বেনজীর তৈরি করেছে সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৪ | ২০:৪৮

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের দেওয়া বক্তব্যকে লোক দেখানো বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু বেনজীর নয়, এক আজিজ (সাবেক সেনাপ্রধান) নয়; অসংখ্য আজিজ আর বেনজীর তৈরি করেছে এই সরকার। সব সময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সপরিবারে বেনজীর চলে গেছেন। যাওয়ার আগে তাঁর ব্যাংক অ্যাকাউন্টগুলো খালি করে গেছেন। সেখানে ৬০ কোটি টাকার মতো হতে পারে কিংবা বেশি-কমও হতে পারে। কিন্তু আমার প্রশ্ন, তিনি কীভাবে গেলেন? সরকার তাঁর সম্পত্তি ক্রোকের কথা বলেছে। আদালত থেকেও বলা হলো। দুদক মামলা করেছে। তাঁকে কোথাও যেতে দেওয়া হবে না। তাহলে সরকারের নাকের ডগার ওপর দিয়ে তিনি কীভাবে চলে গেলেন?

বিএনপি যে লড়াই করছে, এটি সাধারণ কোনো লড়াই নয় উল্লেখ করে তিনি বলেন, এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই। এই গণতান্ত্রিক লড়াই করতে গিয়ে গত কয়েক বছরে দলের অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন, মিথ্যা মামলা হয়েছে। বলতে পারেন, সাফল্য তো আসছে না। সাফল্য এক দিনে আসে না। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই চলছে।

বিএনপি মহাসচিব বলেন, একটি কথা মনে রাখতে হবে, বিজয় অর্জন করতেই হবে, সাফল্য আনতেই হবে। বিএনপি কখনোই তার অভীষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট রয়েছে। কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেটি আলোচনা করে ঠিক করব।

সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লুৎফর রহমান, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, প্রকৌশলী রিয়াজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তাজমেরি এস এ ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

×