ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নৈরাজ্য অনিশ্চয়তার অবসান চায় ওয়ার্কার্স পার্টি

নৈরাজ্য অনিশ্চয়তার অবসান চায় ওয়ার্কার্স পার্টি

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪ | ২১:৪৬

দেশে চলমান সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যকর পরিস্থিতির অবসানে কঠোর পদক্ষেপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের মূল প্রতিশ্রুতি পালনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, বিগত সরকারের শাসন অবসানের পর দেশে নৈরাজ্য ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে তার অবসান ঘটবে বলে দেশবাসী আশা করে।

রোববার ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সভায় এ কথা বলা হয়। দলের পলিটব্যুরোর সদস্য  আনিসুর রহমান মল্লিক সভায় সভাপতিত্ব করেন। সভায় বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাশিত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। কিন্তু গত কয়েকদিনে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ, উপাসনালয় ভাঙচুর ও তাদের জমি-বাসাবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান দখল, ওয়ার্কার্স পার্টিসহ রাজনৈতিক দলগুলোর অফিস ভাঙচুর দখল, সাধারণ মানুষ ও পুলিশ হত্যা, থানা লুট ও অগ্নিসংযোগ এবং কারাগার ভেঙে বন্দি পলায়নসহ ঘটনাবলি গণঅভ্যুত্থানের বিজয়ের চিত্রকে ম্লান করে দিয়েছে। 

সভায় আরও বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে অগ্নিসংযোগ, বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল ধ্বংস, মুজিবনগর স্মৃতিসৌধ ধ্বংস এবং বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য বিনষ্ট করাসহ মুক্তিযুদ্ধের স্মারক স্থাপনাগুলোর ধ্বংসসাধন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দিককে নির্দেশ করে। এটা অতীতের পুনরাবৃত্তিকেই স্মরণ করিয়ে দেয়। এসব কার্যক্রম ছাত্র-জনতার অভ্যুত্থানে ঘোষিত চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয়।  

সভায় আশা প্রকাশ করা হয়, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক ও বহুত্ববাদী সমাজ গঠন, বৈষম্য দূর করে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমাজে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও বাজার সিন্ডিকেটের অনাচার রোধ করতে দৃঢ় ভূমিকা রাখবে।

আরও পড়ুন

×