ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ স্বর্গরাজ্য: অলি আহমদ

সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ স্বর্গরাজ্য: অলি আহমদ

কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪ | ২১:২০

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বাংলাদেশ স্বর্গরাজ্য। বিগত দিনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সদস্যরা সংখ্যালঘু সম্প্রদায়ের জায়গাজমি, ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে দখল ও উপাসনালয় ধ্বংস করেছে। অথচ এর দায় চাপানোর চেষ্টা করা হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের ওপর। এখনও গুজব তৈরি করে তাই করা হচ্ছে। 

শনিবার রাজধানীর মগবাজারের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, গত ৫ আগস্ট থেকে ভারতের বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশে হিন্দুদের ওপর জুলুম হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলে হইচই করছে। যে ধরনের সংবাদ প্রকাশ করেছে, সেগুলো ভিত্তিহীন। তবে দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল প্রমুখ।

আরও পড়ুন

×