গণতন্ত্র মঞ্চের সভা
সবকিছু নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হবে

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪ | ২২:২২
গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, দেশের বড় এক অংশের মানুষ বন্যাক্রান্ত। ভারী বৃষ্টির আভাস অনুযায়ী এর মাত্রা, বিস্তৃতি বাড়তে পারে আরও। এ মুহূর্তে প্রয়োজন সবার সতর্কতা, প্রস্তুতি আর সবকিছু নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানো। তাদের পাশে দাঁড়ানোই হতে হবে সরকারের সর্বাগ্রাধিকার কাজ। দুর্গম এলাকায়ও কেউ যেন পর্যাপ্ত সহায়তার বাইরে না থাকেন, সে জন্য সেনাবাহিনীসহ প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে হবে।
আজ বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চ পরিচালনা পরিষদের সভায় নেতারা সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ জায়গা থেকে সাধ্য অনুযায়ী সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।
- বিষয় :
- গণতন্ত্র মঞ্চ