বন্যাকবলিত এলাকায় জনজীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুবদল জনগণের পাশে থাকবে: মুন্না

ফেনীতে যুবদলের ত্রাণ বিতরণ কার্যক্রম। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ১৮:৫৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ | ১৮:৫৯
বন্যাকবলিত এলাকার জনজীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুবদল মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। আজ বৃহস্পতিবার ফেনী জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা জানান।
এদিন ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় বন্যায় বিপদগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি।
আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ম, বর্ণ রাজনৈতিক পরিচয় দূরে ঠেলে প্রতিটি যুবদলের নেতাকর্মীকে জাতীয় এই দূর্যোগে জনগণের পাশে রয়েছে। বন্যাকবলিত মানুষের জানমাল নিরাপত্তায় সার্বিক দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ যুবদল।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।