ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শেখ হাসিনাই পালিয়ে যায়: দুদু

শেখ হাসিনাই পালিয়ে যায়: দুদু

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ | ১৯:২৯ | আপডেট: ০৮ মার্চ ২০২৫ | ১৯:৩১

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বলতেন- শেখ মুজিবের মেয়ে পালায় না। কিন্তু সে ঠিকই পালিয়েছে। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিলেন তিনি। এজন্যই তাকে পালিয়ে যেতে হয়েছে।

তিনি বলেন, জনরোষ থেকে বাঁচতে নিজ দলের নেতাকর্মীদের অরক্ষিত রেখে শেখ হাসিনা পালিয়ে গেছেন। শেখ হাসিনাই পালিয়ে যায়। এটাই দেশের ইতিহাস। এখনও তিনি পাশের দেশে বসে ষড়যন্ত্র করছেন।

শনিবার রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলের আয়োজন করে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন (ডেজা)।

ডেজার সভাপতি প্রকৌশলী মো রুহুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড প্রকৌশলী সাব্বির মোস্তফা খান প্রমুখ।

আরও পড়ুন

×