ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মূলনীতিতে বহুত্ববাদ নয়, বহুমত চায় খেলাফত 

মূলনীতিতে বহুত্ববাদ নয়, বহুমত চায় খেলাফত 

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে খেলাফত মজলিসের প্রতিনিধি দল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫ | ২১:৩০ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ | ২১:৩৯

সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ সংযোজনে রাজি নয় মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির বক্তব্য ‘বহুত্ববাদ’ শব্দটি আল্লাহর একাত্ববাদের বিপরীত শব্দ। তাই বহুত্ববাদের পরিবর্তে বহুমত বা বহুপথের সহাবস্থানকে মূলনীতি করার প্রস্তাব করেছে খেলাফত।

সোমবার জাতীয় সংসদে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এ তথ্য জানিয়েছেন দলটির নেতারা। সকাল ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে শুরু হওয়া বৈঠক, বেলা পৌনে ১২টা পর্যন্ত চলে।

জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশারাফের নেতৃত্বে খেলাফতের প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব জালাল উদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে ছিলেন কমিশন সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

খেলাফত ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের ১৪৭টিতে একমত জানিয়েছে। ১৫টিতে একমত নয়। চারটিতে আংশিক একমত বলে লিখিত মতামতে জানিয়েছে। সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ যুক্তের সুপারিশে রাজি নয় দলটি। আজকের বৈঠকেও অবস্থান বদল করেনি।  

ইউসুফ আশরাফ বলেন, কমিশন বলেছে, ‘বাংলাদেশে বহু সংস্কৃতি, বহুমত ও পথের লোক বাস করেন। বহুত্ববাদ বলতে বুঝিয়েছেন সবার অন্তর্ভুক্তি’। তখন আমরা বলেছি ‘বহুত্ববাদ যেহেতু একত্ববাদের বিপরীত শব্দ, এই শব্দ বাদ দিন। বহু সংস্কৃতি, বহুমত, বহুপথের সহাবস্থানের সঙ্গে আমরাও একমত। আমরাও চাই এটা আসুক। এজন্য অন্য শব্দ ব্যবহার করা যায়। প্রয়োজনে বহুমত, বহুপথ এই শব্দটাও ব্যবহার করতে পারেন।’

জালাল উদ্দিন আহমেদ বলেন, মূলনীতি হিসেবে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের দাবি জানিয়েছে খেলাফত। 

দেশকে চার প্রদেশে বিভক্তের সুপারিশে খেলাফত একমত নয় জানিয়ে দলের মহাসচিব বলেছেন, এতে রাষ্ট্রের পরিচালন ব্যয় বাড়বে। 

ইউনিয়ন পরিষদের সদস্যদের ভোটে চেয়ারম্যান নির্বাচনের সুপারিশে একমত জানিয়ে জালাল আহমেদ বলেন, এতে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে না। ইউনিয়ন এবং উপজেলায় সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। সদস্যদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে টাকার ছড়াছড়ি হবে। 

নির্বাচন নিয়ে খেলাফতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জালাল উদ্দিন বলেন, স্পষ্ট কথা ফ্যাসিস্ট সরকারের দোষীদের বিচার করতে হবে। দ্রুত নির্বাচন করতে গেলে তা সুষ্ঠু হবে না। 

সূচনা বক্তব্যে আলী রীয়াজ সংস্কারের উদ্দেশ্য সম্পর্কে বলেন, আর যেন কোনো অবস্থাতেই ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে। আর যেন কেউ গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়। 

আরও পড়ুন

×