ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘রাষ্ট্রীয় পাটকল বন্ধ ঘোষণা মুক্তিযুদ্ধের অঙ্গিকারের প্রতি বিশ্বাসঘাতকতা’

‘রাষ্ট্রীয় পাটকল বন্ধ ঘোষণা মুক্তিযুদ্ধের অঙ্গিকারের প্রতি বিশ্বাসঘাতকতা’

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০৬:১২

রাষ্ট্রীয় পাটকল বন্ধের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে পাটকল শ্রমিক, পাটচাষী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নেতারা বলেছেন, রাষ্ট্রীয় পাটকল বন্ধ ঘোষণা মুক্তিযুদ্ধের অঙ্গিকারের প্রতি বিশ্বাসঘাতকতা। পাটকল বন্ধের মত এমন গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না হলে জনগণের স্বার্থ রক্ষায় এই সরকরকে ক্ষমতা থেকে টেনে নামানোই হবে একমাত্র সমাধান।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রাষ্ট্রীয় পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সিপিবি আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আহসান হাবীব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, সাদেকুর রহমান শামীম, ডা. সাজেদুল হক রুবেল প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নেতারা বলেন, মুক্তিযুদ্ধের পর দেশের প্রধান শিল্প পাটকলগুলো রাষ্ট্রায়ত্তকরণ করা ছিল চুয়ান্নর যুক্তফ্রন্ট্রের ২১-দফা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ছাত্রসমাজের ১১-দফার অন্যতম অঙ্গিকারের বাস্তবায়ন। গত ৪০ বছর ধরে ক্ষমতাসীন সরকারগুলো এশিয়ার বৃহত্তম পাটকল আদমজিসহ সব পাটকল বন্ধ বা বেসরকারিকরণ করে সে অঙ্গিকারকে পদদলিত করেছে। পাটকল বন্ধের মাধ্যমে পাটচাষ ও পাটশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা না করে মাত্র ১ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগ করে আধুনিকায়ন করার মাধ্যমে দেশীয় পাটশিল্প টিকিয়ে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

আরও পড়ুন

×