ছাত্রদল নেতা সাম্য হত্যা
পেছনে রাজনৈতিক কারণ আছে, সন্দেহ রিজভীর

রুহুল কবির রিজভী। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৫ | ২১:০২
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে বলে সন্দেহ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় আবরারকে হত্যা করা হয়। আজ কেউ জাতীয় সংগীত, জাতীয় পতাকা, ’৭১ এবং স্বাধীনতার পক্ষে কথা বললে তার জীবন চলে যায়। অর্থাৎ, দেশের পক্ষে, আগ্রাসনের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার পক্ষে, জাতীয় সংগীতের পক্ষে যারা, তাদের জীবন চলে যায়। আমি এ জন্যই বলেছি, নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ‘৫ আগস্টের পর এক পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষক-ছাত্ররা নির্বিঘ্নে ক্লাসে যাবে, ক্লাস থেকে বের হবে। এখন কেন বিশ্ববিদ্যালয়ের এই অরাজক পরিস্থিতি? এখন তো আর আওয়ামী লীগের দোসররা নেই। এখন যারা ক্ষমতায় আছেন সব বিরোধী দল, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা সমর্থন করেছেন। তাহলে এখন কেন লাশ পড়বে?’
পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘ভবঘুরেদের গ্রেপ্তার করেছেন, মানুষ এসব বিষয় সহজভাবে নেয় না। মানুষ সহজভাবে নিত যদি সব সময় সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিতেন। যেমন আবরার হত্যাকাণ্ডে নেননি, তেমনি আরও ঘটনায়ও নেননি।’
ঢাবি উপাচার্যকে উদ্দেশ করে রিজভী বলেন, বুধবার সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদল নেতারা গিয়েছিলেন। আপনি বিরক্ত, ক্ষুব্ধ হয়েছেন, তুইতোকারি করেছেন ছাত্রনেতাদের। আপনি শুনতে চান না। কারণ, সাম্য ছাত্রদল করে। আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কী, সেটা আমরা ইতোমধ্যে জেনে ফেলেছি। যারা জাতীয়তাবাদের পক্ষে রাজনৈতিক দর্শন নিয়ে ছাত্র সংগঠন করে, সেটা আপনি পছন্দ করেন না।
- বিষয় :
- বিএনপি
- রুহুল কবির রিজভী
- ঢাবি
- ছাত্রদল নেতা
- হত্যা