প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটে: মান্না

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে মাহমুদুর রহমান মান্না
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৫ | ২২:২০ | আপডেট: ২৫ মে ২০২৫ | ২২:৩৪
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এ জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন।’
আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে তিনি এসব কথা বলেন। বিকেল থেকে মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধান উপদেষ্টা আলোচনার শুরুতে বলেন, আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি। এই সংকট বলতে উনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না। পারলে আমাদের এক দিনে ধ্বংস করে দিতে চায়।’
নির্বাচন নিয়েও প্রধান উপদেষ্টা কথা বলেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, কম সংস্কার হলে ডিসেম্বরে আর বেশি সংস্কার হলে জুনে নির্বাচন হবে। কোনোভাবেই নির্বাচন জুনের পরে যাবে না।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধান উপদেষ্টা তাঁদের জানিয়েছেন, সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি হতাশ হয়ে পড়েন। সে জন্যই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।’
চলমান রাজনৈতিক এ পরিস্থিতিতে শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে। সেই ধারাবাহিকতায় আজ রোববারও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।