ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মাহমুদুর রহমান মান্নার আশা

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে খুলবে সমঝোতার পথ

 

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে খুলবে সমঝোতার পথ

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১৩:৫৫ | আপডেট: ১২ জুন ২০২৫ | ১৩:৫৫

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে বিদ্যমান সংকটের যৌক্তিক সমাধান আসবে বলে প্রত্যাশা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকারের সঙ্গে একটি প্রধান রাজনৈতিক দলের এমন মতভেদ ও অনৈক্য ভালো দেখায় না। নিশ্চয়ই দুই নেতার মধ্যকার বৈঠকে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা যৌক্তিক সমাধান আসবে। সমঝোতার পথ খুলবে। যার মধ্য দিয়ে জাতির প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে এগিয়ে নেওয়ার পথও খুলবে। রাষ্ট্র সংস্কার ও দেশকে পরিবর্তনের ধাপে অগ্রসর হওয়ার সুযোগ মিলবে। বৃহস্পতিবার সমকালকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এমন আশা প্রকাশ করেন। 

ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে বিএনপির দাবি প্রসঙ্গে মান্না বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। নিশ্চয়ই এর পেছনে তাদের যুক্তি রয়েছে। আবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। লন্ডনে বৈঠকের মধ্য দিয়ে আলাপ-আলোচনায় এই টানাপোড়েনেরও একটা সমাধান আসবে নিশ্চয়ই। এই প্রত্যাশাই ব্যক্ত করব। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার দেশকে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নেবে এটাই এখন গোটা জাতির প্রত্যাশা। 

সংস্কার বিষয়ে তিনি বলেন, এক মাস ধরে সংস্কার নিয়ে আলোচনা চললো, এত  কাঠখড় পোড়ানো হলো। সেখানে লন্ডনে এক সকালের বৈঠকের মধ্য দিয়ে সব সংস্কার হয়ে যাবে এটা মনে করি না। এজন্য সকল রাজনৈতিক দলেন ঐক্যমতে একটা বৃহত্তর পদক্ষেপ নিতে হবে। জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না। 

আরও পড়ুন

×