ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অর্থমন্ত্রীর পদত্যাগ চায় কমিউনিস্ট পার্টি

অর্থমন্ত্রীর পদত্যাগ চায় কমিউনিস্ট পার্টি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১ | ১২:২৩

অর্থমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। দলের নেতারা বলেছেন, কালো টাকা সাদা করার আইনের কারণে দেশে দুর্নীতি বেড়ে গেছে, জবাবদিহিতা কমছে। করোনাকালে গত ছয় মাসে দেশ থেকে ১০ হাজার ২২০ কোটি টাকা পাচার হয়েছে। দেশের অর্থনীতিতে এই বিপর্যয়ের জন্য অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের সমাবেশে নেতারা এসব কথা বলেন। অর্থমন্ত্রীর পদত্যাগ, কালো টাকার মালিকদের গ্রেপ্তার, কালো টাকা সাদা করার আইন বাতিল এবং দুর্নীতি-অর্থ পাচার বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

দলের সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আল খালিদ বিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিন ইয়ামিন, কেন্দ্রীয় নেতা সামছুল হক সরকার, বায়েজিদ হোসেন, গণতান্ত্রিক কৃষক মঞ্চের সভাপতি তালিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রাসেল, ভাড়াটিয়া কল্যাণ পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

×