শুক্রবার মহানগর নাট্যমঞ্চে বাসদের কংগ্রেস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২২ | ০৯:৩৮ | আপডেট: ০৩ মার্চ ২০২২ | ১০:৫৬
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শুক্রবার বেলা আড়াইটায় ঢাকা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করা হবে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। এতে বক্তব্য দেবেন শ্রীলঙ্কার জনতা ভিমুক্তি পেরামুনার সাধারণ সম্পাদক তিলভিন সিলভা, সিপিআই(এমএল) লিবারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সুচেতা দে, নেপালের কমিউনিস্ট পার্টির (মাওয়িস্ট সেন্টার) কেন্দ্রীয় কমিটির সদস্য ওম শর্মা, সিপিবি’র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজ ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন প্রমুখ।
কংগ্রেসে যোগ দিয়ে সফল করার জন্য ঢাকাসহ দেশের নেতাকর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি