ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাড়া জাগাল অনলাইন ইংলিশ স্পিকিং কোর্স

সাড়া জাগাল অনলাইন ইংলিশ স্পিকিং কোর্স

সীতাকুণ্ডে অনলাইনভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও কে এম রফিকুল ইসলাম সমকাল

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ২৩:০৩

সীতাকুণ্ড উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যায়ের শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যােগে অনলাইনভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় টেন মিনিটস স্কুলের অনলাইন কোর্সের মাধ্যমে স্পোকেন ইংলিশ কোর্স কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আয়োজনের মূল পরিকল্পনাকারী কে এম রফিকুল ইসলাম। অনলাইনে গুগল মিটের মাধ্যমে সংযুক্ত ছিলেন টেন মিনিটস স্কুলের কর্ণধার আইমান সাদিক এবং ইংলিশ স্পিকিং কোর্সের শিক্ষক মুঞ্জারিন শহীদ।
বাংলাদেশে উপজেলা পর্যায়ে এ ধরনের আয়োজন সীতাকুণ্ডে প্রথম হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে ইংরেজি শিক্ষায় পারদর্শী করে গড়ে তোলার উদ্দেশ্যে এ কার্যক্রম। ভবিষ্যতে উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যায়ের শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য অনলাইনভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম চালু হবে। প্রতিটি স্কুলে প্রধানমন্ত্রীর আইসিটি ক্লাসের দেওয়া প্রজেক্টরের মাধ্যমে এ ক্লাস পরিচালিত হবে। ফলে এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে না এবং প্রতিটি স্কুলের আইসিটি উপকরণের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত হবে।’ 
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকারে সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরছফা, উপজেলা আইসিটি প্রোগ্রামার আবদুর রহিম।
কোর্সটির মাধ্যমে এ উপজেলার ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে ইংলিশ স্পিকিং শেখানো হবে।

আরও পড়ুন

×