অবশেষে ভাড়া কমলো সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে

সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে কুমিরা-গুপ্তছড়া ঘাটে নৌযানে ভাড়া কমানো ও ঘাট উন্মুক্ত করে দেওয়ায় বিজয়ের হাসি আন্দোলনকারী ছাত্র-জনতার সমকাল
সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদাতা
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ২২:২৪
সন্দ্বীপের ছাত্র-জনতার দীর্ঘদিনের আন্দোলনের পর বিআইডব্লিউটিএর অধীনে সীতাকুণ্ডের কুমিরা-গুপ্তছড়া ঘাটসহ অন্য নৌগুলোকে উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। কমানো হয়েছে স্পিডবোট, সার্ভিস বোট, মালের বোট ও স্টিমারের ভাড়া। নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে নৌ-ঘাঁটটিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল বলে অভিযোগ।
গত বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী নৌযানে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধকরণ ও বিধি বাস্তবতার আলোকে ভাড়া নির্ধারণ এবং ফেরি সার্ভিস চালুর জন্য সাইট নির্ধারণে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের (বিআইডব্লিউটিএ) আট সদস্যের একটি দল কুমিরা-গুপ্তছড়া নৌরুটে আসে। তারা কুমিরা ঘাটে সর্বস্তরের সন্দ্বীপবাসী ও স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষে যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে স্পিডবোট ভাড়া ৩৮০ টাকার পরিবর্তে ২৫০ টাকা, সার্ভিস ও মালের বোটের ভাড়া ২০০ টাকার পরিবর্তে ১২০ টাকা এবং স্টিমারের ভাড়া ১৪০ টাকার পরিবর্তে ১২০ টাকা নির্ধারণ করা হয়। বিআইডব্লিউটিএর অধীনে উন্মুক্ত ঘোষণা করা হয় সন্দ্বীপের অন্য ঘাটগুলোকে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর (এস্টেট ও আইন) অতিরিক্ত পরিচালক একেএম আরিফ উদ্দীন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছন্দা পাল, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মুহাম্মদ মোবারক হোসেন ও সবুর খান, বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল রশিদ খন্দকার, বিআইডব্লিউটিএর হাইড্রোগাফি বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ শরফুদ্দিন, বিআইডব্লিউটিএ (বন্দর ও পরিবহন) চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামান, উপপরিচালক নয়নশীল এবং বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক বাণিজ্য (চট্টগ্রাম) গোপাল চন্দ্র মজুমদার।
সন্দ্বীপের মানুষের দুর্ভোগের পাশাপাশি সুনির্দিষ্ট দাবিগুলো তুলে ধরেন নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল, সাংবাদিক সালেহ নোমান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মনিরুল হুদা বাবন, নুরুল মোস্তফা খোকন, ওমর ফয়সাল, অধ্যক্ষ মোক্তাদের আজাদ খান, অধ্যাপক শোয়ায়েব উদ্দিন হায়দার, লায়ন আমজাদ হোসেন, ফোরকান উদ্দিন রিজভী, মো. আবু তাহের, আজমত আলী বাহাদুর, খাদেমুল ইসলাম, শেখ রুবেল, মিলাদ আব্বাস, সানাউল্লাহ সন্দ্বীপী, ইকবাল মালেক, মাসুদুর রহমান। ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল মাহমুদ, আশিক বিল্লাহ, মুজাহিদুল ইসলাম, অহিদুর রহমান সাকিব, আজমল অপূর্ব, নাজিম উদ্দিন সাগর, আকাইদ ইসলাম জিহাদ, মোহাম্মদ রাকিব উল্লাহ, মোহাম্মদ জাবের, মোহাম্মদ হামিদ।
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় স্পিডবোট ভাড়া ২০০ টাকা, সার্ভিস ও মালের বোটের ভাড়া ১০০ টাকা, স্টিমার ভাড়া ১০০ টাকা এবং ঘাটে ভ্যান ভাড়া জনপ্রতি ১০ টাকা করার দাবিতে ৮ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে বৈষম্যবিরোধী যাত্রী আন্দোলনের ব্যানারে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্র-জনতা।
এর আগে ২০২২ সালের ২০ এপ্রিল গুপ্তছড়া ঘাটে স্পিডবোট উল্টে ৪ শিশুর মৃত্যুর ঘটনায় অবৈধ নৌযান পরিচালনাকারী ইজারাদার ও চালককে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা, অবৈধ নৌযানে নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে আন্দোলনের নামে ছাত্র-জনতা। ২০১৭ সালে অবৈধ লালবোট দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ ও নিহত ১৮ জনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, বিআইডব্লিউটিসির স্টিমারের প্রতিদিন চারবার আসা-যাওয়া ও নিরাপদ ওঠানামার দাবিতে ২২ এপ্রিল উপজেলা কমপ্লেক্সে বিক্ষোভ সবাবেশ করেন তারা। ২৫ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে নিরাপদ নৌ-যাতায়াতের দাবিতে জামা খুলে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করে সন্দ্বীপ আ্যাসোসিয়েশন, সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল আ্যাসোসিয়েশন, সন্দ্বীপ ছাত্র ফোরাম চবি, লায়ন্স ক্লাব অব চিটাগং, স্বপ্নচূড়া। আন্দোলনে আরও ছিল সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম ঢাকা, সন্দ্বীপ সমাজ উত্তরা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্গঠন সমিতি, সন্দ্বীপ স্টুডেন্ট ফোরাম ঢাকা, সোনালী মিডিয়া ফোরাম, সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন, সন্দ্বীপ বিমানবন্দর বাস্তবায়ন পরিষদ।
- বিষয় :
- ভাড়া বৃদ্ধি