শিক্ষার আলো ছড়ানো নগরফুল এবার দাঁড়াল বন্যার্তের পাশে

বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক সংগঠন নগরফুলের সদস্যরা সমকাল
সারোয়ার সুমন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:১৮
সংগঠনটি শিক্ষার আলো ছড়ায় চট্টগ্রামে। এবার তারা মানবিক সহায়তা নিয়ে দাঁড়াল বন্যাদুর্গত মানুষের পাশে। সংগঠনটির নাম নগরফুল; যারা শিক্ষা ও মানবিকতার ফুল ফোটায়। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীসহ আশপাশ এলাকায় অসহায় মানুষের সহায়তায় সরব ছিল চট্টগ্রামের সামাজিক সংগঠন নগরফুল। ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে উত্তর সতের নদীর কূল প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে ১ হাজার মানুষকে চিকিৎসা সেবা এবং ওষুধ ও বস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। নগরফুল বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ শিক্ষার্থীর হাতে বইসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দিয়েছে। ৩০০ পরিবারে কোরআন শরিফ ও হিজাব বিতরণ করেছে।
দিনব্যাপী এই মহা আয়োজনে চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজের ’৯৭ ব্যাচের আর্থিক সহযোগিতায় ২৮টি পরিবারকে পুনর্বাসন প্রকল্পের আওতায় নগদ অর্থ সহায়তা প্রদান এবং সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সহায়তায় বিনামূল্যে ফিজিও থেরাপি প্রদানসহ ৬০০ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
বন্যার শুরুতেই সংগঠনটি ফেনীতে বোট ও উদ্ধারকারী দল পাঠিয়ে ৩ দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে। বন্যার্ত এলাকাগুলোয় গিয়ে সোনাগাজী, ধেলুয়া, মধুপুর, লস্কর হাট, মিরসরাই, লক্ষ্মীপুর ও ফুলগাজীতে ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে ৭ দিনের মধ্যে শুকনো খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
নগরফুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বায়েজিদ সুমন বলেন, ‘বন্যার্তদের জন্য আমরা আরও কয়েকটি বিনামূল্যে মেগা মেডিকেল ক্যাম্প করব; যা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করবে।’
প্রসঙ্গত, নগরফুল শুধু বন্যার্ত মানুষদের জন্যই কাজ করছে না, তারা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো– কুড়িগ্রামে ‘চরকুটুম পাঠশালা’ নামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রামের সাগরিকায় ‘নগরফুল পাঠশালা’ নামক একটি স্যাটেলাইট স্কুল, ৭টি হলিডে স্কুল, স্বাবলম্বী প্রজেক্ট, ওয়ান চাইল্ড ওয়ান ডোনার প্রজেক্ট, সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ প্রজেক্ট, হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রজেক্ট, স্কুল প্রজেক্ট এবং কালচারাল প্রজেক্ট।
২০১৫ সালের ১৯ জুন সন্দ্বীপের তরুণ স্বেচ্ছাসেবী বায়েজিদ সুমনের হাত ধরে যাত্রা শুরু করে নগরফুল। বর্তমানে সংগঠনটি চট্টগ্রাম, কুমিল্লা, কুড়িগ্রাম এবং কক্সবাজারসহ বিভিন্ন জেলায় কার্যক্রম পরিচালনা করছে। নগরফুলের সঙ্গে বর্তমানে প্রায় ৪ শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী কাজ করছেন; যারা সমাজের উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছেন।
বায়েজিদ সুমন আরও বলেন, ‘নগর ফুলের মানবিক কার্যক্রম অন্যদেরও
অনুপ্রাণিত করছে। এমন উদ্যোগে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়, যাতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি।’
দিনব্যাপী নগরফুলের এই মহা আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহাইমেনুর রহমান মাহিম। ডা. মাহমুদা খানম, ডা. মোহাম্মদ মামুন উদ্দিন, ডা. ইরফানুল হক, কানন রাকা, মইনুল ইসলাম রাফি, শামসুল আলম রাসেল, মাসুদুল আরমান, ফাবিহা রুহি, সাবিরা তাবাসসুম, কাজী আশরাফুল হক, মো. হাসান আলী, সুমাইয়া নুসরাত চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে।
- বিষয় :
- বন্যার্তদের সহায়তা