মই বেয়ে চলাচল করে পরিবারটি

চলাচলের শতবর্ষী পথ বন্ধ করে দেওয়ায় আনোয়ারার নুর হোসেনের পরিবারের সদস্যরা মই বেয়ে চলাচল করেন সমকাল
আনোয়ারা সংবাদদাতা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪ | ২৩:১২
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শতবর্ষী চলাচলের পথে সীমানা প্রাচীর নির্মাণ করে এক পরিবারের চলাচল বন্ধ রেখেছে স্থানীয় প্রভাবশালী মহল। যার ফলে দীর্ঘদিন ধরে দেয়ালের ওপর মই দিয়ে চলাচল করতে হচ্ছে পরিবারটিকে– এমন অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে গত সোমবার আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী নুর হোসেন।
সরেজমিন দেখা যায়, পূর্বের চলাচলের রাস্তাটি সীমানা প্রাচীরের ভেতর ঢুকিয়ে ফেলা হয়েছে, সীমানা প্রাচীরের পাশে রয়েছে ডোবা। তাই পাশের আরেকটি সীমানা প্রাচীরের ওপর দিয়ে মই বেয়ে চলাচল করতে হচ্ছে পরিবারটিকে।
স্থানীয় সমির ঘোষ নামের এক বৃদ্ধা বলেন, ‘প্রায় শত বছর ধরে ৩ ফুট প্রশস্ত রাস্তাটি দিয়ে মানুষজন চলাচল করত। এ জায়গায় হিন্দুরা বিভিন্ন পূজা করত। ধীরে ধীরে পূজা বন্ধ হয়ে যাওয়ায় জায়গাগুলো মালিকরা বিক্রি করে দেন, সেখানে আমাদেরও জায়গা ছিল আমরাও তা বিক্রি করে দিয়েছি। পরে সেখানে ঘরবাড়ি হয়। কয়েক বছর আগে স্থানীয় প্রভাবশালী মহল রাস্তা বন্ধ করে রাস্তাসহ অন্য সব জায়গা বিক্রি করে দেয়।
ভুক্তভোগী নুর হোসেন বলেন, ‘আমার ৩টা মেয়ে এবং ২টা ছেলে আছে। মেয়েগুলোর বিয়ে দিতে অনেক কষ্ট হয়েছে। চলাচলের রাস্তা না থাকায় মেয়েদের বিয়ে ভেঙে যেত।’ তিনি আরও বলেন, ‘গত ২০ বছর আগে জায়গাটি কিনে ঘর করেছি। সেই ঘরে বসবাস শুরু করছি। এতদিন ৩ ফুট প্রশস্ত রাস্তাটি দিয়ে চলাচল করেছি কোনো সমস্যা হয়নি। ৪-৫ বছর আগে স্থানীয় এক প্রভাবশালী জায়গা-জমি বিক্রির সিন্ডিকেট গড়ে রাস্তাসহ অন্য সব জায়গা বিক্রি করে দেয়াল নির্মাণ করে দেয়। তারপর থেকে মই বেয়ে আমাদের চলাচল করতে হয়।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, ‘অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- রাস্তা পারাপার