সন্দ্বীপে ব্যক্তিগত জমিতে রাস্তা তৈরির অভিযোগ

সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে ব্যক্তিগত জায়গায় রাস্তা তৈরি করার অভিযোগ উঠেছে সমকাল
সন্দ্বীপ প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ২৩:৩৩
সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. গিয়াস উদ্দিনের পৈতৃক সম্পত্তিতে রাতের আঁধারে মাটি ভরাট করে অবৈধভাবে চলাচলের পথ তৈরি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তসলিম মিয়া, আবুল কালাম, জাহাঙ্গীর ও ইদ্রিসকে বিবাদী করে সন্দ্বীপ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযাগকারী মো. গিয়াস উদ্দিনের বসতবাড়ির সামনে প্রায় ২০ কড়া পৈতৃক সম্পত্তি রয়েছে। বিবাদীরা গত ২২ ডিসেম্বর রাতের অন্ধকারে ওই সম্পত্তিতে মাটি ভরাট করে অবৈধভাবে চলাচলের পথ সৃজন করে। এ ঘটনার প্রতিবাদ করলে বিবাদীরা বাদীকে খুন-জখমের ভয়ভীতি দেখান।
অভিযোগের ব্যাপারে মুছাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তসলিম মিয়া বলেন, ‘২০১০ সালে মুছাপুর ইউনিয়ন পরিষদ স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য একটি রাস্তা তৈরি করেছিল। রাস্তার মাথায় সরকারি একটি কালভার্টও আছে। রাস্তার যেখানে বাদীর জায়গা সেখানে তারা একটি গভীর ড্রেন করে রাস্তা বন্ধ করে। স্থানীয়রা ড্রেনের ওপর সুপারি গাছ, তালগাছ ফেলে চলাচল করত। এখন আমরা ড্রেনটি মাটি দিয়ে ভরাট করেছি– যাতে স্কুল, মাদ্রাসা, মসজিদ ও এলাকার ক্লিনিকে লোকজন সহজে যাতায়াত করতে পারে। রাস্তাটিতে প্রায় ৩৫ জনের জায়গা আছে, একজন ছাড়া কেউ অভিযোগ করেনি।’
এ বিষয়ে অভিযোগকারী মো. গিয়াস উদ্দিন বলেন, ‘জনগণের চলাচলের জন্য জায়গা দেব, তবে সেটা আমি আমার পছন্দ অনুযায়ী দেব। আমাকে না জানিয়ে রাতের আঁধারে আমার জায়গা ভরাট করে রাস্তা তৈরি করায় অভিযোগ করেছি। সামাজিক বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘বাদীর অভিযোগর পরিপ্রেক্ষিতে থানায় একটি জিডি হয়েছে। পুলিশ জায়গাটি পরিদর্শন করেছে। বিবাদ মীমাংসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- বিষয় :
- রাস্তা পারাপার