ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে হামিদের

দুটি কিডনিই  নষ্ট হয়ে গেছে  হামিদের

সন্তান কোলে আবদুল হামিদ সমকাল

 লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৫ | ০০:০২

পরিবারে সচ্ছলতা ফেরাতে সাত বছর আগে সৌদি আরবে যান আবদুল হামিদ। সেখানে ওষুধের দোকানে চাকরি করে যা আয় হতো তা দিয়ে হামিদের পরিবারের খরচ ভালোভাবেই মিটে যেত। কিন্তু সেই সুখ বেশি দিন থাকেনি। প্রবাসে থাকাকালে তার কিডনি রোগ ধরা পড়ে, চিকিৎসার জন্য ফেরেন মাতৃভূমিতে। দেশে ফিরে কয়েক মাস ধরে চিকিৎসা করাতে গিয়ে সহায়সম্বল সব শেষ করেছেন। এখন তার দুটি কিডনিই নষ্ট। হৃদয়বান মানুষের সহায়তাই এখন তার বাঁচার একমাত্র অবলম্বন।
হামিদ এখন ঢাকার ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অধ্যাপক ডাক্তার এহতেশামুল হকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। প্রতি সপ্তাহে কিডনি ডায়ালাইসিস করতে খরচ হচ্ছে ৪-৫ হাজার টাকা। বিদেশে গিয়ে নতুন কিডনি স্থাপনের জন্য ৫০ লাখ টাকা প্রয়োজন। আবদুল হামিদ সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদ ৫ নম্বর ওয়ার্ডের মো. মাহবুবুর রহমানের ছেলে। 
তিনি বলেন, ‘চিকিৎসার পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে। এখন আমার ভিটে বিক্রি বাকি আছে কেবল। সবাই যদি সহযোগিতা করেন তাহলে হয়তো আমি বাঁচব।’
ছদাহা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোরশেদ রহমান বলেন, ‘আব্দুল হামিদ চিকিৎসা করতে গিয়ে সর্বসান্ত হয়ে গেছেন। সবার প্রতি অনুরোধ,  মানুষটিকে বাঁচান।’ তাকে সাহায্য পাঠানোর ঠিকানা হিসাব নম্বর-২০৫০২৯৪০২০১৮০০২১৪ ইসলামী ব্যাংক, কেরানীহাট শাখা, চট্টগ্রাম।তার বিকাশ নাম্বার-০১৩১৭-৪৯০১০৯ নগদ-০১৮৫৩৭৭৭১০৬।

আরও পড়ুন

×