মেঘমেদুর সন্ধ্যায় আনন্দে বর্ষাবরণ

তারুণ্যের উচ্ছ্বাসের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন একদল শিল্পী সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ০০:৪৪
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকবার আকাশে জমেছিল মেঘ। শেষ পর্যন্ত সারাদিন বৃষ্টির দেখা মিলল না। এমনই মেঘমেদুর দিনে নগরীর শিল্পকলা একাডেমিতে আকাশি-নীল রঙের শাড়িতে সেজেছিলেন তরুণীরা। ছেলেদের পোশাকেও ছিল বর্ষার রং, নীল পাঞ্জাবি আর সাদা পাজামা।
আষাঢ়ের ৮ম দিনে গান-কবিতায় বর্ষাকে বরণ করল বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’। ২০১৪ সাল থেকে ১২ বছর ধরে নগরীতে বর্ষাবরণ অনুষ্ঠান করে আসছে সংগঠনটি। এবারের অনুষ্ঠানের সূচনা হয় কবি ও অধ্যাপক হোসাইন কবিরের কথনের মধ্য দিয়ে। স্বাগত বক্তব্য দেন তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম।
আবৃত্তিশিল্পী মুফরাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে অদিতি সংগীতনিকেতন ও সুরানন্দ শিশুদের সংগীত জগৎ। সৌরভী নাথের নির্দেশনায় দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যময়ী একাডেমি। কবি নজরুল একাডেমির শিল্পীদের পরিবেশনায় ছিল দলীয় নৃত্য এবং সম্মিলিত যন্ত্রসংগীত।
অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী আল তুষি, রুবেল চৌধুরী ও আনিকা চৌধুরী। বর্ষার কবিতায় ত্রয়ী আবৃত্তি পরিবেশনায় ছিলেন রাজেশ্বরী চৌধুরী, পায়েল বিশ্বাস, অনামিকা দাশ, পূর্ণিমা লালা, পিংকী কর, শর্মিলী বণিক, জুয়েনা আফসানা, চিংকু রানী শীল, ফেরদৌস বেগম ডলি, স্বপ্না জিমি, ভুবন দাশ ত্রয়ী ও প্রজ্ঞা লাবনী চৌধুরী।
দলীয় আবৃত্তিতে আবৃত্তিশিল্পী কারিশমা কবির ঐশী ও মুফরাত হোসেনের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নববর্ষা’ কবিতাটি আবৃত্তি করেন তারুণ্যের উচ্ছ্বাসের বড়দের বিভাগের অর্ধশত শিল্পী। শারমিন মুস্তারী নাজুর পরিচালনায় তারুণ্যের উচ্ছ্বাস আবৃত্তি কর্মশালার ৩২তম আবর্তনের প্রশিক্ষণার্থীরা পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’। কারিশমা কবির ঐশী ও রাজেশ্বরী চৌধুরীর পরিচালনায় তারুণ্যের উচ্ছ্বাস শিশু বিভাগ পরিবেশন করে প্রযোজনা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’।
মোহাম্মদ মুফরাত হোসেনের পরিবেশনায় তারুণ্যের উচ্ছ্বাস বড়দের বিভাগ পরিবেশন করে প্রযোজনা ‘আমি বাংলার গান গাই’। এতে অংশ নেন সৌমেন দাশ, নাজিম উদ্দীন, অরিন্দম সরকার, আরিফুর রহমান, তাহসির আরাফাত। দলীয় পরিবেশনায় আরও অংশ নেন সেকান্দার হোসেন, রণবীর শাওন, সঙ্গীতা রানী দেবী, শমীতা দাশ, বিজয়া ভট্টাচার্য, আদিবা তাবাসসুম, নিশিতা বসু, ডেজি দত্ত, উম্মুল ওয়ারা, শাহীনুর আক্তার সুরাইয়া সুলতানা, মাইমুনা আক্তার ও সামান্তা দাশ।
- বিষয় :
- বর্ষা