ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নিউইয়র্কে বিপিএলের শিরোপা জিতল ঢাকা গ্লাডিয়েটরস

নিউইয়র্কে বিপিএলের শিরোপা জিতল ঢাকা গ্লাডিয়েটরস

ছবি: সমকাল

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৫:৫৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইউএসএর (বিপিএল) দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটরস অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা ভাইপারস রানার্স আপ হয়েছে। কুইন্সের স্প্রিংফিল্ডের ইডলিউইল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা গ্লাডিয়েটরস ৬ উইকেটে ঢাকা ভাইপারসকে হারায়।

গত রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার ফাইনাল খেলা শুরু হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভাইপারস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে তারা। জবাবে ঢাকা গ্লাডিয়েটরস ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়।

নিউইয়র্কে এবারের বিপিএলে ঢাকা গ্লাডিয়েটরসের রবি ইন্দার সিং মেহেরা সর্বোচ্চ ৩০২ রান সংগ্রহ করেন। একটি দৃষ্টিনন্দন সেঞ্চুরী সহ তিনটি ফিফটি করেন তিনি। একটি সেঞ্চুরি ও এক ফিফটিতে দ্বিতীয় সর্বচ্চো ২০৪ রান করেন ঢাকা ভাইপারসের মাসুদ হক। ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হন ঢাকা গ্লাডিয়েটরসের সর্বজিৎ সিং লাড্ডা। ফাইনালের ম্যাচ সেরাও হন তিনি

ম্যাচ শেষে শিরোপা তুলে দেওয়া হয় জয়ীদের হাতে। বিপিএল ইউএসএর সভাপতি সুমন খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এছাড়া অতিথি হিসেবে উৎসবডটকমের সিইও রায়হান জামান, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, টাইম টেলিভিশনের অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, ব্যবসায়ী আনোয়ার হোসেন, মহসীন ননী, বাহলুল সৈয়দ উজ্জল, ফখরুল ইসলাম দেলোয়ার, সৈয়দ আল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণীতে অতিথিরা আগামীতে এই বিপিএলের আওতা বাড়ানো, প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলার কথা বলেন। শুধু ক্রিকেট নয় ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলাকেও এগিয়ে নেওয়ার কথা বলেন।

আরও পড়ুন

×