আমিরাতে নির্মাণাধীন শেখ মুজিব স্কুল পরিদর্শনে প্রবাসী কল্যাণমন্ত্রী

ইউএই প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৮:৩৪
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশ স্কুল।
এই প্রকল্পের জন্য নতুন করে লিজ নেওয়া জমিতে কাজের অগ্রগতি মঙ্গলবার পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
শেখ মুজিবুর রহমান সেন্টেনিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামে প্রস্তাবিত স্কুলটি পরিদর্শনকালে বাংলাদেশ সরকার থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।
তিনি বলেন, দ্রুততার সাথে ভবন নির্মাণের কাজে অগ্রগতি হবে। যার সুফল পাবে আমিরাতের প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা।
এ সময় আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান, কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খানসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও স্কুল পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- আমিরাতে বাংলাদেশ স্কুল