ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নিউইয়র্কে কোর ভিশনের উদ্যোগে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

নিউইয়র্কে কোর ভিশনের উদ্যোগে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ০৮:১৫

কমিউনিটি সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোর ভিশন ফাউন্ডেশন’র উদ্যোগে নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে ক্যাপিটেল কাউন্সেলিং অ্যান্ড কনট্রাক্টিং শীর্ষক উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ অক্টোবর অনুষ্ঠিত এ মেলায় নিউইয়র্ক সিটি প্রশাসনের বিভিন্ন সংস্থার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা দেন। 

মেলায় যোগ দিয়ে নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু কোর ভিশনের কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করে বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির কল্যাণে কাজ করার জন্য কোর ভিশনের প্রেসিডিন্ট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ধন্যবাদ জানান। 

স্থানীয় সিটি কাউন্সিলম্যান ডেরিক মিলার কোর ভিশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সিটি প্রশাসনের কার্যক্রম সেবাগুলো কমিউনিটির দোরগোড়ায় এনে দেয়ার জন্য ধন্যবাদ জানান। 

কোর ভিশন ফাউন্ডেশনের অন্যতম পরিচালক নাজ ইসলামের সঞ্চালনায় শুরতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির প্রসিডেন্ট মোাহম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে সব বাংলাদেশি-আমেরিকানকে স্বাবলম্বী ও নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে কোর ভিশনের সহযোগিতা ও পরামর্শ গ্রহণসহ এই ধরনের মেলায় অংশ নেয়ার আহ্বান জানান। 

মেলায় উপস্থিত মূলধারার প্রতিনিধিসহ আরও বক্তব্য রাখেন আশা’র নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান, কুইন্স চেম্বার অব কমার্সের স্ট্যাটিজিক গ্রোগ্রাম ম্যানেজার জ্যাকেলিন ডেনাডা, অ্যাটর্নি এন্ড্রু পার্ক, এসবিএ১র ম্যানলী কলীন, ব্যুরো অব কমিউনিটি এফয়ার্সের লিঁয়াজো অফিসার চেই নো, ড. মুসা ও কোর ভিশনের মার্কেটিং ম্যানেজার মো আনিসুর রহমান।

আরও পড়ুন

×