ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নিউইয়র্ক ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভাপতি সাঈদ রহিম বরখাস্ত

নিউইয়র্ক ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভাপতি সাঈদ রহিম বরখাস্ত

নিউইয়র্ক ট্রাফিক এজেন্ট ইউনিয়নের বহিষ্কৃত সভাপতি সাঈদ রহিম-ফাইল ছবি

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ০৯:০৭

যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্ক পুলিশের ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভাপতি বাংলাদেশি বংশোদ্ভূত সভাপতি সাঈদ রহিমকে বরখাস্ত করা হয়েছে।

নিউইয়র্কের দৈনিক পত্রিকা ডেইলি নিউজের খবরে বলা হয়েছে, গত মে মাসে সাঈদ রহিমের বিরুদ্ধে তার অফিস সেক্রেটারিকে যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়ে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় নিউইয়র্ক পুলিশের ট্রাফিক এজেন্ট ইউনিয়নের জাতীয় নেতৃবৃন্দ। ওয়াশিংটনে সংগঠনটির প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তার বিরুদ্ধে একই সাথে আর্থিক অনিয়মেরও অভিযোগ তোলা হয়েছে যা সংগঠনটির ওয়েবসাইটে দেয়া আছে।

উল্লেখ্য, ১৯৮০ সালে বাংলাদেশ থেকে নিউইয়র্কে যান সাঈদ রহিম। ২০০৫ সালে নিউইয়র্ক ট্রাফিক পুলিশ বিভাগের চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

×