নিউ ইয়র্কের হাসপাতালে বাংলাদেশি চিত্রশিল্পী জিহানের আঁকা ম্যুরালের আসর

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ০৪:০৪ | আপডেট: ০৪ আগস্ট ২০২৩ | ০৪:০৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান তরুণ চিত্রশিল্পী জিহান ওয়াজেদের আঁকা ম্যুরাল উপলক্ষে জমাজমাট আসর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ আগস্ট) জিহানের আঁকা ম্যুরাল নিয়ে কমিউনিটি ম্যুরাল পেইন্ট পার্টির আয়োজন করে কুইন্স হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের মূল ভবন চত্বরে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এই আসর সবার জন্য উন্মুক্ত ছিল। এতে শিল্পী জিহান ওয়াজেদসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত এপ্রিল মাসে নিউইয়র্ক সিটির হেলথ অ্যান্ড হাসপাতাল বিভাগ তাদের নিয়ন্ত্রণাধীন কুইন্স জেনারেল হাসপাতালের ম্যুরাল আঁকার জন্য মনোনীত করে জিহানকে। বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার এই হাসপাতালে দু’টি দেয়ালে বিশালকায় দু’টি ম্যুরাল আঁকবেন জিহান ওয়াজেদ। এজন্য প্রাথমিক চুক্তিপত্র সম্পন্ন হয়েছে এবং প্রস্তাবিত ডিজাইন দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এ সপ্তাহেই শুরু হবে ম্যুরাল আঁকার কাজ।
শিল্পী জিহান ওয়াজেদের স্টুডিও ম্যানহাটানের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। তার অন্যতম শিল্পকর্মের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবন, নিউইয়র্ক আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার ও ওয়েলকাম এস্টোরিয়া।
সম্প্রতি বাংলাদেশী আমেরিকান ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় জিহানের আঁকা বাংলাদেশ ম্যুরাল ব্যাপক সাড়া জাগিয়েছে কমিউনিটিতে।
- বিষয় :
- নিউইয়র্ক
- চিত্রশিল্পী
- জিহান ওয়াজেদ
- ম্যুরাল