মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে চায় ‘নিউইয়র্ক দিনাজপুর সমিতি’

নিউইয়র্কে দিনাজপুর জেলা সমিতি বার্ষিক সাধারণ সভা ও বিজয় দিবস উদযাপন
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩ | ১৩:০০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ | ১৫:১৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দিনাজপুর জেলা সমিতি বার্ষিক সাধারণ সভা ও বিজয় দিবস উদযাপন করেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় জামাইকার স্টার কাবাব রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিনাজপুর জেলার ঐতিহ্যের পাশাপাশি দেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার অঙ্গীকার করেছে সংগঠনটি। সংগঠনের উপদেষ্টা ড. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দিনাজপুর জেলা সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রশিদ, আবু তাহের প্রমুখ। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন রেজ্জাকুল ইসলাম ও ইনসান আহমেদ।
সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, দিনাজপুর জেলার ঐতিহ্যের পাশাপাশি দেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে চাই। আমাদের সন্তানরা জানুক আমাদের এই দেশ কীভাবে স্বাধীন হয়েছে। কত রক্ত ঝরিয়ে আমারা দেশ স্বাধীন করেছি। সঠিক ইতিহাস জানতে পারলে হয়তো তারাই একদিন ইতিহাস লিখে মার্কিনিদের কাছে তুলে ধরতে পারবে। এজন্য প্রবাসের নতুন প্রজন্মকে আমরা আমাদের সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাই।
সাধারন সম্পাদক মো. আব্দুর রশিদ বলেন, দিনাজপুর জেলার ঐতিহ্যকে ধরে রাখতে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে হবে।
এর আগে বিকেলে দিনাজপুর জেলা সমিতি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদের সঞ্চালনায় সভায় উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বর্ধিতকরণ, কোষাধ্যক্ষের অনুরোধক্রমে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ, নতুন সদস্য সংগ্রহ, সংগঠনের নামে জমি ক্রয়, শীতবস্ত্র বিতরণ এবং দিনাজপুরে অরবিন্দু মা ও শিশু হাসপাতালকে দান সংক্রান্ত আলোচনা ও বিবিধ নিয়ে সাতটি বিষয়ে মৌখিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাংস্কৃতিক সম্পাদক ডা. নার্গিস রহমানের সঞ্চালনায় দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ডা. নার্গিস রহমান, ড.শাহনাজ লিপি, বিলকিস চৌধুরী ও রোজী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আলতাফ চৌধুরী, মোস্তাফিজুর রহমান, রুস্তম আলী, মাসুদুর রহমান, মাসুদ বেগ, তরিকুল ইসলাম, শামীম রহমান, নবাব হোসেন, রেজাউল করিম বাপ্পী, আমিনুর, গুলশান আরা, ড. মাহাদি চৌধুরী, ফারজানা, মিসেস কুদ্দুস, মিসেস রুস্তম, মিসেস মাসুদুর, মিসেস তরিকুল, রোকসানাসহ দিনাজপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী।
- বিষয় :
- মুক্তিযুদ্ধের ইতিহাস