ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসককে ২৭ বছর ধরে খুঁজছে এফবিআই

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসককে ২৭ বছর ধরে খুঁজছে এফবিআই

জাহিদুল ইসলাম নামের ওই বাংলাদেশি চিকিৎসক হাসপাতালে কর্মরত অবস্থায় একজন নারী রোগীকে ধর্ষণ করেন, এমন অভিযোগ আছে

নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ১২:০০ | আপডেট: ০৫ মার্চ ২০২৪ | ১২:০০

যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশি চিকিৎসককে গত ২৭ বছর ধরে খুঁজে বেড়াচ্ছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।   

জাহিদুল ইসলাম (৬৯) নামের ওই বাংলাদেশি চিকিৎসক হাসপাতালে কর্মরত অবস্থায় একজন নারী রোগীকে ধর্ষণ করেন, এমন অভিযোগ আছে। এ অপরাধে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় অভিযোগ দায়ের করার পর ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ ও এফবিআইয়ের সদস্যরা আজও তাকে খুঁজে পায়নি। ফলে এখনও এফবিআইয়ের ওয়েবসাইটে দাগী আসামিদের তালিকায় রয়েছে জাহিদুলের নাম। 

এফবিআইয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ২৭ বছর আগে ১৯৯৬ সালের ৩ অক্টোবর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার একটি বড় হাসপাতালে কর্মরত অবস্থায় একজন নারী রোগীকে ওষুধ দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন জাহিদুল ইসলাম। 

ভুক্তভোগী ছিলেন অস্ত্রোপচার থেকে সেরে ওঠা একজন অসুস্থ নারী। তিনি হাসপাতালের চিকিৎসক জাহিদুলের কক্ষে ধর্ষণের শিকার হন। 

এ ঘটনার প্রায় ১০ মাস তদন্তের পর জাহিদুলের বিরুদ্ধে একটি রাষ্ট্রীয় অভিযোগ দায়ের করা হয়। ১৯৯৭ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার পূর্ব জেলা থেকে তাকে গ্রেপ্তারের জন্য কেন্দ্রীয় (ফেডারেল) গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

জাহিদুলের জাতীয় অপরাধ তথ্য কেন্দ্র (এনসিআইসি)নম্বর-ডব্লিউ ০১৩১৬৫২৭৫। যদি কেউ এ ব্যক্তির বিষয়ে কোনো তথ্য থাকে, তাহলে নিকটস্থ এফবিআই অফিস বা নিকটস্থ আমেরিকান দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন এফবিআইয়ের কর্মকর্তারা। 

আরও পড়ুন

×