ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গ্লাসগোতে বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

গ্লাসগোতে বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৪ | ২১:৩৪

বাংলাদেশ গ্লাসগো অ্যাসোসিয়েশনের আয়োজনে গ্লাসগো ক্যাম্বুস্লাং ইনস্টিটিউটের হল রুমে গত ৪ মে ঈদ আনন্দে বাংলা বর্ষ-বরণ অনুষ্ঠিত হয়েছে। ব্যপক উৎসাহ ও উদ্দীপনায় স্কটল্যান্ডের গ্লাসগো, এডিনবরা ও আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশিদের পরিবার-পরিজন এতে অংশগ্রণ করেন। অ্যাসোসিয়েশনের সভাপতি এহতেশাম হাসনাইন চপলের স্বাগত বক্তব্যের মাধ্যমে উৎসবের সূচনা হয়।

হস্তশিল্পের নানাবিধ পণ্য ও রন্ধনশৈলী দিয়ে সজ্জিত ভেন্যুটি বাঙালি ঐতিহ্যের একটি রঙিন প্রদর্শনীতে রূপান্তর করা হয়েছিল। শিশুদের একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর শুরু হয়। পুরস্কার বিতরণ করেন অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সারওয়ার হাসান।

মুনিরা মাহজাবিন মিমোর লেখা স্ক্রিপ্ট এবং ড. সুদীপ চক্রবর্তী ও ডা. তারেক আব্দুল্লাহ পরিচালিত ‘বাস স্টপ’ শিরোনামের মনোমুগ্ধকর একটি ছোট নাটক মঞ্চস্থ হয়।

দিনব্যাপী এই আয়োজনে বাঙালি লোকসংগীতের মন্ত্রমুগ্ধকর একটি পরিবেশনা ছিল। বাংলাদেশ গ্লাসগো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল আমিন উপস্থিতদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠান শেষ করেন।

আরও পড়ুন

×