আবুধাবি দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

আবুধাবি বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন
ইউএই প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫ | ০৩:৪৫
যথাযথ মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার দিনের শুরুতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করেন। পরে আলোচনা পর্বে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে জুলাই ২০২৪ এর গণমানুষের সংগ্রাম, আত্নত্যাগ ও শহীদের স্মৃতিকে স্মরণ করে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
দূতাবাস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ বিমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতা, বীর মুক্তিযোদ্ধাসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ বাংলাদেশের অভ্যুদয় ও স্বাধীনতা সংগ্রামে প্রাণ বিসর্জনকারী সকল শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘অনেক রক্ত, কান্না, আহজারি আর সর্বোচ্চ আত্নত্যাগে কেনা যেই স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ভুলণ্ঠিত হতে দেওয়া যাবে না।’
দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবাসীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রবাসীদের পক্ষ থেকে এইচ এম আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক আজিজ, জিয়াউদ্দিন বাবলু বক্তব্য রাখেন।
- বিষয় :
- স্বাধীনতা দিবস
- সংযুক্ত আরব আমিরাত