ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইইউ সাইবার সিকিউরিটি সেন্টার হচ্ছে বুখারেস্টে

ইইউ সাইবার সিকিউরিটি সেন্টার হচ্ছে বুখারেস্টে

স্লোভেনিয়া সংবাদদাতা

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০ | ০০:০৯

সম্প্রতি সাইবার সিকিউরিটি বিষয়ক গবেষণার জন্য একটি রিসার্চ সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে  ইউরোপিয়ান ইউনিয়ন। মূলত ইইউর্ভুক্ত দেশগুলোকে সাইবার সুরক্ষা দেওয়ার পাশাপাশি বিভিন্ন শ্রেণির হ্যাকারদের আগ্রাসন থেকে দেশগুলোকে মুক্ত রাখতে এ ঘোষণা। 

আর এ রিসার্চ সেন্টার স্থাপনের জন্য রোমানিয়ার রাজধানী বুখারেস্টকে নির্বাচিত করেছে ইউরোপিয় দেশগুলোর এ জোট। বৃহস্পতিবার রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বোগদান আওরেসকু এক টুইট বার্তায় ইউরোপিয়ান ইউনিয়নের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বুখারেস্ট, ব্রাসেলস, ওয়ারশ, ভিলনিয়াস, লুক্সেমবার্গ সিটি এবং স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লিওন- এ ছয়টি স্থানের মধ্যে থেকে সাইবার সিকিউরিটি রিসার্চ সেন্টার নির্মাণের জন্য বুখারেস্টকে নির্বাচিত করার বিষয়টিকে তিনি কূটনৈতিক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে রোমানিয়ার সফলতা হিসেবে আখ্যা দিয়েছেন। পাশাপাশি আওরেসকু জানান, ইউরোপিয় সাইবার সিকিউরিটি ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে রোমানিয়া যে কোনো ধরনের পদক্ষেপ বাস্তবায়নে ইতোমধ্যে প্রস্তুত।

বাস্তবায়নের কেন্দ্র হিসেবে কোনো একটি স্থানকে নির্বাচন করতে কিছু নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। যেমন: কত দ্রুত সেখানে এ ধরণের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। কিংবা এ খাতে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়ন সুষ্ঠুভাবে কাজে লাগাতে বিদ্যমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত সুবিধার সঙ্গে যোগাযোগ, সুরক্ষা ও কর্মদক্ষতার মতো বিষয়গুলোর সামঞ্জস্যতা এবং সাইবার সিকিউরিটি ইকোসিস্টেমের কাঠামো। এসব বিষয় বিবেচনা করে বুখারেস্টকে নির্বাচিত করে ইইউ।

এক সময় কমিউনিজম শাসনের অধীনে থাকা রোমানিয়া ২০০১ সাল থেকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ প্রায় সবক্ষেত্রে উন্নতি লাভ করতে থাকে। ২০০৭ সালে দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ লাভ করে। যদিও পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় অর্থনীতি ও জীবনযাত্রার মানের দিক থেকে অনেক পিছিয়ে। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে দেশটির অগ্রগতি চোখে পড়ার মতো। ২০১৮ সালে ইইউয়ের করা এক জরিপে দেখা গেছে, ইইউভুক্ত দেশগুলোর মধ্যে রোমানিয়াতে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ রয়েছে। 

আরও পড়ুন

×