ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কানাডায় বাংলাদেশি রাসেল রুপকের কৃতিত্ব

কানাডায় বাংলাদেশি রাসেল রুপকের কৃতিত্ব

রাসেল রুপক

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২ | ০২:৫০ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ | ০২:৫০

প্রবাসী রাসেল রুপক কানাডার আলবার্টার আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাইন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এ পদে তিনিই প্রথম বাংলাদেশি। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর প্রায় চার হাজার শিক্ষার্থীদের ভোটারদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন।

আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মূলত কানাডা সরকার এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর মধ্যে ছাত্র-ছাত্রীদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি, স্কলারশিপ, রিসার্চ এবং বারসারী অন্তর্ভুক্ত।

 

রাসেল রুপক আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাইন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির অধীনে প্রোগ্রাম রিভিউ কমিটিরও সদস্য। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব আথাবাসকার গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। এ ছাড়াও তিনি ক্যালগেরি ফিশ অ্যান্ড গেম অ্যাসোসিয়েশনের ফান্ডরাইজিংয়ের চেয়ার হিসেবে দায়িত্বে আছেন।

 

রাসেল রুপক কানাডার ক্যালগেরিতে এনার্জি সেক্টরে অয়েল অ্যান্ড গ্যাস টেকনিক্যাল লিড হিসেবে কাজ করছেন।

আরও পড়ুন

×