ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নজরুলের গানে মজলো ছায়ানটের ‘শ্রোতার আসর’

নজরুলের গানে মজলো ছায়ানটের ‘শ্রোতার আসর’

ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ‘শ্রোতার আসর’

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪ | ১০:৪২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ | ১১:৫৯

রাজধানীতে ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ‘শ্রোতার আসর’ বসে শুক্রবার। বৃষ্টিস্নাত সন্ধ্যায় নজরুলসংগীত গেয়ে মুগ্ধতা ছড়ান তিন শিল্পী।

নবীন শিল্পী ঐশ্বর্য সমদ্দারের ‘শাওন আসিল ফিরে’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় শ্রোতার আসর। এবারের আসরে আরও গান করেন শামিমা পারভীন শিমু ও সুমন মজুমদার। ঐশ্বর্য সমদ্দার শুরুতে দুটি নজরুলসংগীত পরিবেশন করেন। 

শামিমা পারভীন শিমু পরিবেশন করেন ‘নয়নে নিদ নাহি’, ‘সন্ধ্যা-গোধূলি লগনে কে’সহ সাতটি নজরুলসংগীত। সুমন মজুমদার পরিবেশন করেন ‘স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে’ ও ‘মম মধুর ও মিনতি শোন ঘন’।

আসরে তবলায় সঙ্গত করেন গৌতম সরকার, কিবোর্ড বাজান রবিন্স চৌধুরী, বাঁশি বাজান মামুনুর রশীদ এবং মন্দিরা বাজান প্রদীপ কুমার রায়।

আরও পড়ুন

×