অতিরিক্ত আত্মবিশ্বাসে বিপদ!

মডেল : তাসনিম প্রভা; ছবি : সাহস
ফাহমিদা রিমা
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪ | ২২:২৪
অতিরিক্ত আত্মবিশ্বাস এবং স্বাভাবিক আত্মবিশ্বাস দুটো এক মনে হলেও বিস্তর ফারাক রয়েছে! মূলত আত্মবিশ্বাস একান্ত প্রয়োজনীয় গুণাবলির একটি, যা আমাদের সব সন্দেহকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তবে একটু বেশিমাত্রায় আত্মবিশ্বাস আমাদের লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে। কেন এমন হয়, তা জানার আগে জানতে হবে কেন আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হই।
যেহেতু সহজ, পরেই করি : সাধারণত যদি কোনো কাজে সাফল্য অর্জনের জন্য আমাদের সামর্থ্যকে উজাড় করে দিতে হয়; অথবা কাজটি যদি অনেক পরিশ্রমের হয়, সে ক্ষেত্রে আমরা বেশি আত্মবিশ্বাসী হতে পারি না এবং কাজটি সময়মতো নিষ্ঠার সঙ্গে শেষ করি। অন্যদিকে কাজটি যখন অনেক সহজ হয়, আমরা ওভার কনফিডেন্ট হয়ে পড়ি এবং খামখেয়ালি করে কাজটি করি। ভাবি, কাজটি অনেক সহজ, পরে করব। এত তাড়াহুড়ার কী আছে! পরে ফলাফল হয় শূন্য বা দুঃখজনক। আসলে কোনো কাজ তখনই সহজ হয়, যখন আমরা সামর্থ্য এবং রিসোর্সগুলো কাজে লাগাই। ধরুন আপনাকে একটি রাস্তা পেরোতে বলা হলো। এটি অত্যন্ত সহজ কাজ। কিন্তু যদি বলা হয়, রাস্তাটি পাঁচ সেকেন্ডে এক পায়ে পার হতে হবে, তখন কাজটি আর সোজা থাকে না। আমাদের ক্ষেত্রে এমনটিই ঘটে থাকে। আমরা সহজ কাজকে ফেলে রাখি। এতে কাজের জন্য প্রয়োজনীয় সময় কমতে থাকে এবং কাজটি কঠিন হতে থাকে। তা ছাড়া তাড়াহুড়ার ফলে কাজে ভুলের পরিমাণ বাড়তে পারে। অথবা এখন যে সোর্সগুলো আছে তা পরে না-ও থাকতে পারে। ফলে কাজটি ভালোভাবে শেষ করা হয়ে ওঠে না। কিছু উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে–
মন বসে না পাঠে : আপনি খুবই সহজ একটি প্রজেক্ট হাতে নিলেন। ভাবলেন, এ তো খুবই সহজ। এমন কাজ সহজেই করে ফেলা যায়। ব্যস, কাজটি ফেলে রাখলেন। কয়েক সপ্তাহ পর যখন পুরোনো কাজগুলোর চাপ আসবে, তখন আপনার সহজ কাজগুলো করার সময় কমে যাবে। যে টপিকগুলোতে বেশি সময় দেওয়া দরকার ছিল, সেগুলোতে আপনি তা দিতে পারছেন না। এতে আপনার জিপিএ/সিজিপিএ কমে যাবে।
সামান্য ভুলে বিশাল ক্ষতি : এই শেয়ার কখনও ফল করবে না। এটি কিনলে টাকা বিফলে যাবে না। কারণ, এই শেয়ার ওয়ারেন বাফেট কিনেছেন। অথবা আপনি দুই সপ্তাহ রিসার্চ করছেন এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করার যাবতীয় উপায় শিখে গেছেন। তাই নিজে নিজে ঠিক করেন কোন শেয়ারের দাম বাড়বে বা কোনটির কমবে। এ কাজ যারা শেয়ারবাজারে ইনভেস্ট করেন, সবাই করে থাকেন। ফলে সামান্য ভুলের জন্য হারাতে হয় বিশাল অঙ্কের টাকা।
যদি মুক্তি পেতে চান : কাজটি যখন সহজ, তখন ধরেই নেওয়া হয় যে আপনি কাজটি করতে পারবেন। আবার যখন কাজটি অনেক কঠিন, তখন ভাবা হয়, না পারলেও সমস্যা নেই। একটি কঠিন সমস্যার সমাধান না করতে পারলে কেউ আপনাকে নিয়ে মজা করবে না। কিন্তু সহজ একটি কাজ যেটি ছোট বাচ্চারাও করতে পারে, অথচ আপনি সেটি ঠিকমতো করতে পারলেন না। এ ক্ষেত্রে আর কেউ না হোক, বন্ধুরা আপনাকে নিয়ে মজা করবেই!
সহজ কাজে বেশি পরিশ্রম : সাধারণত কোনো সহজ কাজে বেশি পরিশ্রম করাটা জরুরি। যদি আপনাকে কোনো কাজের জন্য নিয়োগ দেওয়া হয়, এটি ধরে নেওয়া হয় যে আপনি এ কাজের প্রসেস সম্পর্কে সব জানেন। এ ক্ষেত্রে আপনি যদি কাজগুলো ওভার কনফিডেন্সের কারণে ঠিকভাবে না করতে পারেন, তবে আপনার ওপর বসের একটি নেতিবাচক ইমপ্রেশন তৈরি হবে, যা কোনোভাবেই কাম্য নয়! u
- বিষয় :
- আত্মবিশ্বাস