ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রান্তিক জনগোষ্ঠীর আস্থার সংগঠন

প্রান্তিক জনগোষ্ঠীর আস্থার সংগঠন

ফেনীতে ‘সামাজিক বিপ্লব’ সংগঠনের স্বেচ্ছা সেবকদের ত্রাণ বিতরণ কার্যক্রম...

রুবেল মিয়া নাহিদ

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪ | ২৩:৪৯

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সামাজিক বিপ্লব’। উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দূষণমুক্ত বসবাসযোগ্য একটি সুস্থ, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। সাম্প্রতিক বন্যায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফেনীর লালপুরে বিতরণ করা হয় ৪০০ প্যাকেট খাদ্যসামগ্রী। দ্বিতীয় ধাপে জেলার সোনাগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের প্রান্তিক গ্রামে ৮০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি। খেজুর, পানি, মিল্ক ও অরেঞ্জ বিস্কুট, ওরস্যালাইন, কেক, ব্রাশ, টুথপেস্ট, সাবান, কয়েল, মোমবাতি, গ্যাস লাইটসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে সাজানো হয় প্যাকেট। এরপর বন্যা পুনর্বাসনের অংশ হিসেবে সোনাগাজী উপজেলার আনন্দপুর গ্রামে সংগঠনের সদস্যদের জরিপের মাধ্যমে চিহ্নিত করা হয় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবার। জরিপের মাধ্যমে ৫৮ পরিবারের মাঝে তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিতরণ করা হয় ১ লাখ ৪০ হাজার টাকা। পর্যায়ক্রমে তিন ধাপের এ কর্মসূচিতে খরচ করা হয় ৬ লাখ টাকা। সামাজিক বিপ্লবের বন্যার এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন রাজাখালী উন্মুক্ত পাঠাগার নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
এ ছাড়াও সামাজিক বিপ্লব সংগঠনটি উপকূলীয় অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, শিক্ষার গুণগত মানোন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সুস্থ সংস্কৃতির বিকাশ, প্রাকৃতিক দুর্যোগে জরুরি সেবাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংগঠনটি ৪০টি বাস্তুচ্যুত পরিবারের মাঝে ১২০টি ভেড়া বিতরণ, ৭৩ পরিবারের বসতবাড়ির আঙিনায় ফলদবাগান স্থাপন, ১৪টি লবণ চাষি পরিবারের মাঝে সেচ পাম্প বিতরণ, ১১ হাজার ফলদ ও বনজ চারাগাছ রোপণ ও বিতরণ করে। সেই সঙ্গে আড়াই হাজার শিক্ষার্থীকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগসহ উল্লেখযোগ্য সামাজিক কার্যক্রমে যুক্ত করেছে। 
সংগঠনের উদ্যোক্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “আমরা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছি। আগামীতেও তা অব্যাহত রাখতে চাই। প্রান্তিক জনগোষ্ঠীর আস্থার সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই ‘সামাজিক বিপ্লব’কে।” 
 

আরও পড়ুন

×