ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চুলে রাসায়নিক থেরাপি নেতিবাচক দিক

চুলে রাসায়নিক থেরাপি নেতিবাচক দিক

মডেল : ঐশী

ফাহমিদা রিমা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪ | ২৩:৫২

সোশ্যাল মিডিয়ায় প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে দেখে অনেক তরুণই হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেন, চুলটা তাঁর মতো করে রং করে নেওয়ার। এ সিদ্ধান্তের পথে হেঁটে যারা চুলে রাসায়নিক পদার্থ মেখে তা রাঙিয়ে তোলেন, তারা এর নেতিবাচক বা বিপদের মুখোমুখি হওয়ার কথাটাও ভেবে রাখতে পারেন। হ্যাঁ, সেলিব্রিটিরা একদিনে চুল রং করেন না। তারা পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এবং কয়েক সপ্তাহ ধরে ট্রিটমেন্ট নিয়ে চুলে রং ধরান। তবুও থেকে যায় ভয়! চলুন, চুলে থেরাপির নেতিবাচক বিষয়গুলো দেখি–
প্রাথমিক লক্ষণ ও অ্যালার্জির ধাক্কা 
চুলে রাসায়নিক থেরাপি দেওয়ার পর সবার আগে আপনি অ্যালার্জির মুখোমুখি হতে পারেন। যাদের অ্যালার্জি আছে, তারা তো আদর-আপ্যায়ন করে অ্যালার্জিকে মাথায় বসার পথ করে দিলেন। কারণ, এতে লুকিয়ে থাকে অ্যালার্জির প্রাথমিক লক্ষণ প্যারাপ্যানিল্যান্ডিমাইন বা পিপিডি নামক পদার্থ। ফলে চুল লাল আকৃতি ধারণ করতে পারে; চোখ ও চোখের পাতা ফুলে যেতে পারে; চোখ, নাক ও মুখ থেকে আঁশযুক্ত চামড়া উঠতে পারে। এ ছাড়া মাথার খুলি ফুলে যেতে পারে। দেখা দিতে পারে খুশকিও।  
কমে আর্দ্রতা, হারায় ঔজ্জ্বল্য
যদি রুটিন করে চুল রং করান তবে রঞ্জক পদার্থের ফলে চুল হয়ে যায় শুষ্ক এবং ভঙ্গুর। কমে যায় আর্দ্রতা। ফলে চুল হারাতে থাকে ঔজ্জ্বল্য। এর শেষ সমাধান কিন্তু ভয়াবহ। চুলে দেখা দেয় ভঙ্গুরতা। অনেকে মাথা ন্যাড়া করেও এর সমাধান পান না। ফলে এই বানানো রঙের সঙ্গে আপস করবেন কিনা ভাবুন এখনই! 
চুলে রং করার আগে ত্বক পরীক্ষা করে নিতে হয়। সেই পরীক্ষা-নিরীক্ষা করে থেরাপিতে বসুন। ত্বকে অ্যালার্জি থাকলে চুলে রং না করাই বুদ্ধিমানের কাজ। না হয় ত্বক খিটখিটে হয়ে যেতে পারে। ল্যাবরেটরির পরীক্ষায় পিপিডিতে মানুষের ডিএনএ কোষের ক্ষতি এবং ক্যান্সার সৃষ্টির প্রমাণ পান বিশেষজ্ঞরা। একই ফল উঠে এসেছে আমেরিকান ক্যান্সার সোসাইটির গবেষণায়ও। 
লালচে দাগ ও পিপিডির ছোবল
যারা চুলে রং করে, তাদের মাথার খুলিতে প্রায়ই লাল লাল ফুসকুড়ির দেখা মেলে। এটাও মূলত অ্যালার্জির লক্ষণ। এসব ফুসকুড়ি দেখা দিলে তা না খুটে শিগগিরই চর্মরোগ বিশেষজ্ঞের মুখোমুখি হোন। যাদের হাঁপানি রয়েছে, তারা এ পথে না নামাই ভালো। শুধু তারাই নন, আপনি ভালো মানুষ হলেও এ পিপিডি নামক পদার্থের ছোবলে পড়ে হাঁপানিটাকে আপন করে ফেলতে পারেন। 
চুল রং করানোর আগে একটু ভাবুন। একান্তই যদি করাতে হয় তো খোঁজ-খবর নিয়েই এ পথে পা বাড়ান।u

আরও পড়ুন

×