ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হেয়ার স্প্রের ভিন্ন ব্যবহার

হেয়ার স্প্রের ভিন্ন ব্যবহার

চুল

শৈলী ডেস্ক 

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২২:২০

চুলের স্টাইল ঠিক রাখার জন্য হেয়ার স্প্রে ব্যবহার করা হয়। চুলের ভলিউম ও টেক্সচার ঠিক রাখতে এর জুড়ি নেই। চুলের সৌন্দর্য বাড়ানোর এ পণ্যটি ছোট-বড় বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। আইব্রো সেট করা, কাপড় থেকে দাগ তোলার পাশাপাশি আরও অনেক কাজে এটি ব্যবহার করা যায়। একটি হেয়ার স্প্রে দিয়ে আপনি ৮-১০টি কাজ খুব সহজেই করতে পারবেন। 
সাজগোজ ও মেকআপ করার সময় ব্লাউজ কিংবা শাড়িতে ভুলবশত ফাউন্ডেশন লেগে গেলে সেখানে হেয়ার স্প্রে লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে। জামাকাপড় থেকে কলমের কালির দাগ, লিপস্টিকের দাগ তুলতেও হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন। আবার আর্টওয়ার্ক করার সময় রং যেন ছড়িয়ে না যায়, সেদিকে খেয়াল রাখুন। এজন্য হেয়ার স্প্রে ছিটিয়ে নিন। এতে রং ছড়াবে না। 
বসার ঘর কিংবা শোবার ঘরের এক কোণে অনেকেই বিভিন্ন ফুল রাখেন। দুই-তিন দিন যেতে না যেতেই তা শুকিয়ে যায়। ফুল তাজা রাখতে ফুলের ডাঁটায় হেয়ার স্প্রে করুন। শুকিয়ে গেলে রেখে দিন। এতে অনেক দিন ফুল ভালো থাকবে। 
অনেকেই গেঞ্জি কাপড়ের টাইটস ব্যবহার করেন। কিছুদিন ব্যবহারের পর ছিঁড়ে যায়। টাইটস ছিঁড়ে গেলে সেখানে হেয়ার স্প্রে ছিটিয়ে শুকিয়ে নিন। বেশ কিছুদিন পরতে পারবেন। 
আইব্রো সেট করতেও হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন। এজন্য একটি আইব্রো ব্রাশে হেয়ার স্প্রে লাগিয়ে নিন। এর পর তা ভ্রুতে লাগান। অল্প পরিশ্রমেই 

ব্রো সেট হয়ে থাকবে। 
ব্যবহার করতে করতে যদি জুতার ভেতরটা পিচ্ছিল হয়ে যায়, তাহলে সেখানে খানিকটা হেয়ার স্প্রে করুন। এতে জুতার ভেতর থেকে পা বেরিয়ে আসবে না। আরামে হাঁটতে পারবেন। 
যাদের বাসায় কিংবা অফিসের ডেস্কে তেলাপোকা ও অন্যান্য পোকার উপদ্রব বেড়ে গেছে, তারা হেয়ার স্প্রের ওপর ভরসা রাখুন। পোকা উড়তে থাকলে কিংবা হেঁটে বেড়ালে তার ওপর হেয়ার স্প্রে করুন। অল্প কিছুক্ষণের মধ্যেই পোকা দুর্বল হয়ে যাবে। আপনিও স্বস্তি পাবেন। 
প্যান্টের জিপার যদি ঢিলা হয়ে যায়, তাহলে সেখানে কিছুটা হেয়ার স্প্রে লাগান। জিপার ঠিক হয়ে যাবে। 
নেইলপলিশ লাগানোর পর তা দ্রুত শুকাতে এবং নখে গ্লিটার লাগানোর পর তা সেট করতেও হেয়ার স্প্রে কাজে লাগে। v
সূত্র: উইকি হাউ, অ্যালাইকা ডটকম 
 

আরও পড়ুন

×