বারান্দায় শীতের ফুল

ফাইল ছবি
মোমেনুননেছা মম
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ২৩:৩১
শীত গাছের জন্য খুব একটা অনুকূল ঋতু নয়। এ সময় গাছের সঠিক যত্নের প্রয়োজন পড়ে। শীতে গাছে বেশি পানি দেওয়া বেশ ঝুঁকিপূর্ণ। রিক্ততার এ ঋতুতে ঘর ও বারান্দাকে সজীব রাখতে কিছু ফুল গাছ লাগাতে পারেন। সঠিক রোদ ও যত্ন পেলে তরতর করে এ গাছ বড় হয়। ফোটে নানা ধরনের ফুল।
শীতে বারান্দায় যেসব ফুলের গাছ লাগাতে পারেন
গাঁদা: গাঁদা ফুল শীতের সবচেয়ে প্রচলিত ফুল। এটি বিভিন্ন রঙের পাওয়া যায়। যেমন হলুদ, কমলা, সাদা। গাঁদা গাছ দ্রুত বাড়ে এবং ফুল দেয়; তাই এটি বারান্দার জন্য খুবই উপযোগী।
গোলাপ: গোলাপ শীতের অন্যতম সেরা ফুল। ছোট ছোট গোলাপ গাছ বারান্দার টবে সহজেই লাগানো যায়। এটি বিভিন্ন রঙে এবং আকারে পাওয়া যায়, যা বারান্দার সাজে বৈচিত্র্য আনে।
পিটুনিয়া: শীতের এ সময় পিটুনিয়া খুবই ভালোভাবে ফোটে। এটি বারান্দায় ঝোলানো টবে লাগালে দেখতে চমৎকার লাগে।
ডালিয়া: ডালিয়া একটু বড় আকারের ফুল দেয় এবং শীতকালে বেশ ভালো হয়। এটি হালকা থেকে গভীর রঙের হয় এবং একবার ফোটা শুরু করলে পুরো শীতকাল বারান্দা রঙিন রাখে।
চন্দ্রমল্লিকা: চন্দ্রমল্লিকা একটি বহুবর্ষজীবী ফুল, যা শীতে প্রচুর ফোটে এবং বেশিদিন স্থায়ী হয়।
রজনীগন্ধা: শীতের আবহাওয়ায় রজনীগন্ধা বেশ ভালোভাবে ফোটে এবং সন্ধ্যায় বারান্দাকে সুরভিত রাখে।
ফুল গাছ লাগানোর প্রস্তুতি
শীতের ফুল গাছ লাগানোর জন্য কিছু প্রস্তুতি প্রয়োজন। প্রথমেই উপযুক্ত টব বেছে নিন। গাছের জন্য বড়, মাঝারি বা ছোট আকারের টব নির্বাচন করতে পারেন। টবের তলায় ড্রেনেজের ব্যবস্থা থাকতে হবে, যেন অতিরিক্ত পানি জমে না থাকে। এরপর সঠিক মাটি প্রস্তুত করতে হবে। সাধারণত ৫০ শতাংশ দোআঁশ মাটি, ৩০ শতাংশ গোবর সার এবং ২০ শতাংশ কোকো পিট মিশিয়ে একটি বেলে মাটি তৈরি করা যেতে পারে।
গাছের যত্ন
শীতকালে তাপমাত্রা কম থাকে; তাই গাছের যত্নেও কিছু পরিবর্তন আনতে হবে।
সূর্যের আলো: শীতকালে সূর্যের আলো কম পাওয়া যায়; তাই বারান্দায় গাছগুলো এমন জায়গায় রাখুন, যেখানে প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা সরাসরি সূর্যের আলো পড়ে। আলো না পেলে গাছ ফুল দেওয়া কমিয়ে দিতে পারে।
পানি: শীতে পানি দেওয়ার প্রয়োজন কম হয়; কারণ মাটি সহজে শুকায় না। তাই গাছের মাটি স্পর্শ করে দেখুন, যদি মাটি আর্দ্র থাকে তবে পানি দেবেন না। সাধারণত ৩-৪ দিনে একবার পানি দেওয়াই যথেষ্ট। বেশি পানি দিলে গাছের শিকড় পচে
যেতে পারে।
সার প্রয়োগ: শীতকালে গাছে অতিরিক্ত সার প্রয়োগের প্রয়োজন হয় না। মাসে একবার বা দু’বার তরল জৈব সার বা সরল গোবর সার ব্যবহার করতে পারেন। এতে গাছের ফুল ফোটা প্রক্রিয়া আরও উৎসাহিত হবে।
কীটনাশক ব্যবহার: শীতের সময় কিছু কিছু পোকামাকড় গাছে আক্রমণ করতে পারে। তাই সময়মতো কীটনাশক স্প্রে করুন। তবে অর্গানিক কীটনাশক ব্যবহার করলে গাছের জন্য ভালো হয়।
ছাঁটাই: গাছের মরা পাতা বা শুকনো ডালপালা নিয়মিত ছাঁটুন। এতে গাছ সুস্থ থাকবে এবং নতুন ডালপালা গজাবে। ফুলগাছের জন্য ছাঁটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাপমাত্রা নিয়ন্ত্রণ: যদি আপনার এলাকায় তাপমাত্রা অনেক কমে যায়, তবে বারান্দায় গাছগুলো ঢেকে রাখার ব্যবস্থা করুন। রাতে গাছের ওপরে পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন।
শীতকালে ফুলগাছের যত্ন নিতে সঠিক পদ্ধতি অনুসরণ করলে আপনার বারান্দা হয়ে উঠবে রঙিন আর মনোমুগ্ধকর। গাঁদা, গোলাপ, পিটুনিয়া বা ডালিয়ার মতো ফুলগাছ লাগিয়ে এবং সামান্য যত্ন নিয়ে আপনার শীতকালীন বাগানকে আরও আকর্ষণীয় করে তুলুন। শীতের নরম রোদে ফুলের মৃদু সুবাস বারান্দাকে রঙিন করে তুলবে এবং আপনার মনকেও প্রফুল্ল করবে। v
- বিষয় :
- ফুলচাষি