ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অল্প তেলে রান্না

অল্প তেলে রান্না

.

শেফ আলিফ রিফাত

প্রকাশ: ১৩ মে ২০২৫ | ২৩:৫৫

প্রতিটি রেসিপি এক নতুন সৃজনশীল ভাবনার প্রকাশ, যেখানে সামান্য তেলেই লুকিয়ে থাকে পরিপূর্ণ স্বাদের জাদু। স্বাস্থ্যবান থাকা মানেই যে স্বাদহীন খাবার খেতে হবে– এ ধারণা ভাঙতে ‘অল্প তেলে রান্না’ নিয়ে রেসিপি তৈরি করেছেন আলিফ’স ডেলিকেট ডিসেজের শেফ আলিফ রিফাত

রুই মাছ দিয়ে পটোল-আলুর ঝোল  
উপকরণ: রুই মাছ ৪ টুকরা, আলু ২টি লম্বা করে কাটা, পটোল ৪টি লম্বা করে কাটা, টমেটো ২টি লম্বা করে কাটা, পেঁয়াজ বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, কাঁচামরিচ বাটা ১/২ চা চামচ, শুকনামরিচ বাটা ১/২ চা চামচ, কাঁচামরিচ আস্ত ২-৩টি, ধনিয়া পাতা ১ মুঠো, জিরা গুঁড়া ১/২ চা চামচ, তেল ১ চা চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: সব মসলা দিয়ে মাছ মাখিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে মসলা মাখানো মাছ দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হলে মাছ একটা পাত্রে তুলে রাখতে হবে। এবার ওই মসলায় আলু-পটোল, টমেটো দিয়ে কষাতে হবে। কষানো হলে ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। সবজি সেদ্ধ হয়ে পানি আধা হয়ে গেলে কষানো মাছ, জিরা ও ধনিয়া পাতা দিয়ে ১ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ফেলতে হবে।

চিংড়ি মাছে শাজিনা শাক  
উপকরণ: শজিনা শাক ২ কাপ, চিংড়ি মাছ ১-২ কাপ, পেঁয়াজ কুচি ১-২ কাপ, রসুন কুচি ১/৪ কাপ, কাঁচামরিচ ৩-৪টি, লালমরিচ ২-৩টি, হলুদ গুঁড়া ১-২ চা চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: লবণসহ শজিনা পাতা গরম পানিতে ৩ মিনিট সেদ্ধ করে ছেঁকে নিতে হবে। শাক কাঁচামরিচের সঙ্গে বেটে নিতে হবে। এবার কড়াইয়ে ১ চা চামচ তেল দিয়ে লালমরিচ ভেজে তুলে নিতে হবে। এবার পেঁয়াজ-রসুন ও চিংড়ি মাছ দিয়ে ভাজতে হবে। নরম হয়ে এলে হলুদ গুঁড়া ও শাক দিয়ে কষাতে হবে। কষাতে কষাতে যখন পানি শুকিয়ে পোড়াপোড়া ভাব হবে, তখন ভেজে রাখা শুকনা মরিচ হাত দিয়ে ভেঙে শাকের সঙ্গে মিশিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।
 

দোমাছা লতি পাতুরি 
উপকরণ: চিংড়ি মাছ ১/৩ কাপ, লইট্টা শুঁটকি ১/৩ কাপ, রসুন কুচি ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, লতি কাটা ১ কাপ, কাঁচামরিচ ফালি ৩-৪টি, শুকনামরিচ বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, লাউপাতা প্রয়োজন মতো, সরিষার তেল ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি: লইট্টা মাছ কুটে বেছে গরম পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ১ ঘণ্টার মতো। এবার লতি লবণ পানিতে ভাপিয়ে নিতে হবে ২-৩ মিনিট। পানি ঝরিয়ে নিতে হবে। এবার শুঁটকি, চিংড়ি মাছসহ সব মসলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে। মাখানোর ফলে পানি ছাড়বে। এ পানিতেই রান্না হবে পাতুরি। এবার লতিও মাখিয়ে নিতে হবে। পাতা বিছিয়ে তার ওপর তেল ব্রাশ করতে হবে। তারপর মাখানো লতি-শুঁটকি মাছ দিয়ে ওপরে আবার তেলে ব্রাশ করা পাতা বিছিয়ে ভালো করে মুড়ে নিয়ে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। পরে একটা ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে তাতে পাতুরি রেখে ঢেকে রান্না করতে হবে। উলটেপালটে ১৫-২০ মিনিটের মতো রান্না করতে হবে। পাতা যেন শুকিয়ে যায় এ জন্য মাঝেমধ্যে পানির ছিটা দিতে হবে। গরম ভাতে লেবু সহযোগে খেতে অমৃত এ অল্প তেলের দোমাছা লতি পাতুরি।

আরও পড়ুন

×